শেষ আপডেট: 14th March 2025 11:37
দ্য ওয়াল ব্যুরো: ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরু হতে আর খুব বেশিদিন বাকি নেই। ইতিমধ্যে দিল্লি ক্যাপিটালস তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করব। অক্ষর প্যাটেলের হাতে তুলে দেওয়া হয়েছে ক্যাপ্টেন্সির ব্যাটন। দিল্লি ক্যাপিটালসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি বিশেষ ভিডিও আপলোড করা হয়েছে। এই ভিডিওর মাধ্যমে গোটা বিষয়টা খোলসা করা হয়েছে। এই বছর দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্বের দৌড়ে অক্ষর প্যাটেলের পাশাপাশি কেএল রাহুলও ছিলেন।
মেগা নিলামে যখন কেএল রাহুলকে দিল্লি ক্যাপিটালস নিয়েছিল, সেইসময় সকলেই মনে করেছিলেন যে তাঁকেই হয়ত অধিনায়ক করা হবে। কিন্তু, টিম ম্য়ানেজমেন্ট এই মরশুমে অক্ষর প্যাটেলের উপর ভরসা রাখল। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, গত মরশুমে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। কিন্তু, এই মরশুমে ঋষভ লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন।
অক্ষর প্যাটেলের কাছে অধিনায়কত্বের অভিজ্ঞতা খুব বেশি নেই বললেই চলে। চলতি বছর জানুয়ারি মাসে একটি টি-২০ সিরিজে তাঁকে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক করা হয়েছিল। ৩১ বছর বয়সি অক্ষর গুজরাট ক্রিকেট দলের হয়ে ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। সম্প্রতি সৈয়দ মুস্তাক আলি এবং বিজয় হাজারে ট্রফিতেও তিনি রাজ্য ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।
Tiger of all tigers ???????? pic.twitter.com/21ABR0pppu
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
অক্ষর প্যাটেল এখনও পর্যন্ত ১৭ টি-২০ ম্যাচে নেতৃত্ব দিয়েছে। এরমধ্যে ১০ ম্যাচে তিনি জয়লাভ করেছেন। আর সাতটি ম্যাচ হেরে গিয়েছেন। অধিনায়ক হিসেবে তিনি ১৪ ইনিংসে মোট ৩৬৪ রান করেছেন। ইতিমধ্য়ে তাঁর ব্যাটিং গড় ছিল ৩৬.৪০। অধিনায়ক হিসেবে তিনি জোড়া হাফসেঞ্চুরি করেছেন।
Axar Patel
— Delhi Capitals (@DelhiCapitals) March 14, 2025
Captain, Delhi Capitals ????❤️ pic.twitter.com/S2qNuuBO7T
দিল্লি ক্যাপিটালস দলের অধিনায়কত্ব গ্রহণ করার পর অক্ষর প্যাটেল বলেছেন, 'এটা আমার কাছে একটা অনেক বড় সম্মানের ব্যাপার। আমাকে ক্যাপ্টেন হিসেবে নির্বাচন করার জন্য এই দলের মালিক এবং সাপোর্ট স্টাফদের কাছে কৃতজ্ঞ থাকব। কারণ ওঁরা আমার উপর অনেকটা ভরসা রাখতে পেরেছেন।' এই তারকা অলরাউন্ডার আরও জানিয়েছেন, দিল্লি ক্যাপিটালস দলে এসে অক্ষর নিজেকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে অনেকটা উন্নত করতে পেরেছেন। এবার এই দলকে নেতৃত্ব দিতে তিনি একেবারে প্রস্তুত।