শেষ আপডেট: 14th March 2025 13:30
দ্য ওয়াল ব্যুরো: আসন্ন আইপিএল মরশুমে অক্ষর প্যাটেলকে নয়া অধিনায়ক হিসেবে ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। মজার ব্যাপার হল, এই দলে কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসি'র মতো সিনিয়র ক্রিকেটার রয়েছেন। কিন্তু, তা সত্ত্বেও দিল্লির এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি অক্ষরের মতো একজন তরুণ ক্রিকেটারের উপরেই ভরসা রেখেছে। এই বাঁহাতি ক্রিকেটারের ক্যাপ্টেন্সিই দিল্লির ট্রফি ভাগ্য খুলতে পারে কি না, এখন সেটাই দেখার।
আপনারা সকলেই জানেন যে ২০০৮ সাল থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হয়েছে। টুর্নামেন্টের জন্মলগ্ন থেকেই দিল্লির এই ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি পারফরম্যান্স করে যাচ্ছে। কিন্তু, গত ১৭ মরশুমে তারা একবারও আইপিএল টুর্নামেন্টের খেতাব জিততে পারেনি। একমাত্র ২০২০ সালে তারা ফাইনাল পর্যন্ত যেতে পেরেছিল। কিন্তু, শেষপর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে যেতে হয়।
ইতিপূর্বে, দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। এখনও পর্যন্ত মোট ১৪ জন অধিনায়ক এই দলটাকে নেতৃত্ব দিয়েছেন। ২০০৮ সাল থেকে দিল্লি ক্যাপিটালস মোট ৬ বার প্লে-অফে ওঠার যোগ্যতা অর্জন করেছেন। কিন্তু, কোনও না কোনও কারণে তারা একবারও ট্রফি জিততে পারেনি। কিন্তু আপনারা কি জানেন, দিল্লি ক্যাপিটালসের (তখনকার নাম ডেয়ারডেভিলস) প্রথম অধিনায়ক কে ছিলেন? আসুন, সেই ব্যাপারেই বিস্তারিত আলোচনা করা যাক।
দিল্লি ক্যাপিটালস দলের প্রথম অধিনায়ক ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। ভারতীয় ক্রিকেট দলের বিধ্বংসী ওপেনার হিসেবে 'নজফগড়ের নবাব' যথেষ্ট নামডাক করেছিলেন। সেকারণে তাঁর হাতেই প্রথম মরশুমে এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল। সেহওয়াগ মোট ৫২ ম্যাচে দিল্লিকে নেতৃত্ব দেন। এরমধ্যে ২৮ ম্যাচে জিতেছিল দল। আর ২৪ ম্যাচ হেরে যায়। জয়ের শতকরা হার ৫৩.৮৪। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সেহওয়াগ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন। বর্তমানে তিনি ক্রিকেট বিশেষজ্ঞের দায়িত্ব পালন করেন।