শেষ আপডেট: 26th February 2025 13:45
দ্য ওয়াল ব্যুরো: একটি ক্যাচ মিস এবং ডিনারের প্রতিশ্রুতি।
না, কোনও উত্তরাধুনিক বাংলা ছোটগল্পের শিরোনাম নয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের স্পিনার অক্ষর প্যাটেল (Axar Patel) ও রোহিত শর্মার (Rohit Sharma) কথোপকথনের এই ছিল নির্যাস। মধ্যে ছ’দিন কেটে গেলেও সেই প্রতিশ্রুতি রাখেননি ভারত অধিনায়ক রোহিত। মজার ছলে এমনটাই জানালেন অক্ষর।
ঘটনাটি ঘটে গ্রুপ-এ-র ভারত বনাম বাংলাদেশ ম্যাচে। ন’নম্বর ওভারে বল করতে এসে পরপর দুই ব্যাটসম্যানকে তুলে নেন অক্ষর প্যাটেল। আউট হন তানজিদ হাসান ও মুশফিকুর রহিম। তিন নম্বর ডেলিভারিতে ছিল হ্যাটট্রিকের সুযোগ। আর সে সুযোগ চলেও আসে হাতেনাতে। বলের স্পিন বুঝতে না পেরে সদ্য ক্রিজে আসা ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ব্যাটে খোঁচা মারেন। আর বল চলে যায় স্লিপে। যেখানে দাঁড়িয়ে ছিলেন রোহিত। কিন্তু আচমকা এভাবে বল চলে আসবে সেটা বোধ হয় ধরতে পারেননি তিনি। তাই সহজ ক্যাচ হলেও রোহিত সেটা ফেলে দেন।
ক্যাচ ফস্কে দৃশ্যতই হতাশ ভারত অধিনায়ক অক্ষর ও স্টেডিয়ামের দর্শক—সকলের কাছে হাত তুলে মাফ চেয়ে নেন। শুধু তাই নয়, ম্যাচের পর অক্ষরকে ডিনারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। যদিও ছ’দিন কেটে গেলেও কথা রাখেননি রোহিত। মজার সুরে জানিয়েছেন স্পিনার।
যদিও এই নিয়ে হাল ছাড়তে রাজি নন তিনি। নিউজিল্যান্ড ম্যাচের আগে এখনও চার দিন বাকি রয়েছে। তা ছাড়া দু’দলই ইতিমধ্যে নক আউটের জন্য কোয়ালিফাই করে ফেলায় ২ মার্চের লড়াই কার্যত নিয়মরক্ষার ম্যাচ। তাই ডিনারের সুযোগ মিলতেই পারে। আর তার জন্য অধিনায়কের দ্বরস্থও হবেন তিনি। রসিকতার সুরে সাফ জানিয়েছেন আশাবাদী অক্ষর।