শেষ আপডেট: 12th February 2025 13:55
দ্য ওয়াল ব্যুরো: প্যাট কামিন্স, জস হেজেলউড আগেই বাদ পড়েছিলেন। আর এবার দলের আরেক নির্ভরযোগ্য পেসার মিচেল স্টার্ক নাম তুলে নিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে।
গতকালই ১৫ জনের যে তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, তাতে বেশ কিছু পরিচিত তারকার নাম নেই। সর্বশেষ সংযোজন স্টার্ক। অলরাউন্ডার মার্কাস স্টোইনিস আচমকাই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নাম থাকা সত্ত্বেও স্টোইনিসের এই সিদ্ধান্তে বিস্ময় ছড়িয়ে ফেলে ক্রিকেট মহলে। চলতি ডামাডোলের মধ্যে মিচেল মার্শও পিঠব্যথার কারণে সরে দাঁড়ান। ফলে বদলে যাওয়া পরিস্থিতিতে অজিদের বোলিং লাইন আপ কী চেহারা নেবে, তাই নিয়ে শুরু হয়েছে সংশয়, তর্ক-বিতর্ক।
যদিও এত অন্ধকারের মধ্যে আশার আলো দেখতে চাইছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচক প্রধান জর্ম বেইলি। তিনি বলেন, ‘গত একমাসে টিমের চেহারাই আমূল বদলে গেছে। বেশ কিছু খেলোয়াড় চোটের জন্য বাদ পড়েছেন। তার উপর মার্কাস স্টোইনিস নিজেকে স্বেচ্ছায় সরিয়ে নিয়েছেন। যদিও এর মধ্যে ভাল দিক হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে এমন বেশ কিছু ক্রিকেটারকে আমরা দলে জায়গা দেওয়ার সুযোগ পেয়েছি। উপমহাদেশের পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবেন এমন খেলোয়াড়েরা দলের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁদের হাত ধরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আশা করি আমরা সাফল্য ছিনিয়ে আনতে পারব।‘
কী কারণে স্টার্ক সরে গেলেন, সে বিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, ব্যক্তিগত কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় ফাস্ট বোলার। এমনকি চলতি শ্রীলঙ্কা সিরিজেরও বাকি ম্যাচে তাঁকে মাঠে নামতে দেখা যাবে না। ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন স্টার্ক। হেজেলউড, কামিন্স ও স্টার্কের বদলি হিসেবে ইতিমধ্যে তিন বোলার স্পেন্সার জনসন, নাথান এলিস ও বেন ডোয়ারশুইসের নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে স্পিনার বিভাগে অ্যাডাম জাম্পার সঙ্গে যুক্ত হয়েছেন তনভীর সঙ্ঘা, অলরাউন্ডার হিসেবে অ্যারন হার্ডি। দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।