Latest News

এটিকে কর্তারা শুধু টাকা চেনেন, ফুটবলার তুলছেন কোথায়? ডার্বি এখন বঙ্গ তারকাহীন

সুব্রত ভট্টাচার্য

 

বড় ম্যাচের আগেরদিন মোহনবাগান তাঁবুতে গেলাম, কোনও লোক নেই। দৃশ্যটি দেখে অবাকই লাগল, এরকম কেন হবে, মনে মনে ভাবছিলাম। কয়েকবছর আগেও এটি ভাবা যেত না। এখন সেই সমর্থকদের মধ্যে আবেগ নেই। তার মধ্যে রিমুভ এটিকে-র চক্করে সমর্থকদের মধ্যে একটা চাপা ক্ষোভও রয়েছে। তারা বলছে, এই ডার্বি নাকি ফেক ডার্বি। কী যে বলবো!

আবার এও ঠিক, এটিকে-মোহনবাগান হয়ে যেতে সেই আবেগ স্বাভাবিকভাবেই থাকবে না। কর্পোরেটের হাওয়ায় সবটাই জ্বলো-জ্বলো লাগে, সেই মেঠো উন্মাদনা থাকে না। এও তো দেখেছি, বাড়ির কাছের আত্মীয়কে দাহ করে এসেও মাঠে এসেছেন সমর্থকরা। সেই আকুতি চোখে পড়ছে না।

এজন্য দায়ী বাংলার পরিকাঠামো, আইএফএ-ও সমানভাবে দায়ী। তারা টুর্নামেন্ট করে দায় সারছে, সেই ভাবনা কোথায়! ফুটবলার তুলে আনার প্রচেষ্টা কোথায়। এটিকে-ও তাই, তাদের কর্তারা শুধু টাকা চেনে, বাংলার ফুটবলের কতটা উন্নতি হল, সেসব তারা দেখে না। না হলে এতদিন ধরে আইএসএল হচ্ছে, বাংলার ফুটবলার উঠে আসার রাস্তাটা বন্ধ কেন? কতদিন ধরে এসব অন্যায় চলবে, বলতে পারেন।

আগে প্র্যাকটিসে যা লোক হতো, এখন মাঠে খেলা থাকলে হয় না। আমাদের আমলে গৌতম সরকার, হাবিব, শ্যাম থাপা, আকবর, সুরজিৎ সেনগুপ্তদের দেখার জন্য সমর্থকদের মধ্যে আকুতি থাকত। এখন কারা খেলছে, বাংলার ফুটবলারদের নাম মুখে মুখে ঘোরে কোথায়!

দামী গাড়ি হয়তো তাদের রয়েছে, কিন্তু সেই নামের যশ নেই, অহংকার নেই, যে আমরা কলকাতার দুটি নামী দলে খেলছি। সত্যিই দূরবীন দিয়ে দেখতে হয় বাংলার প্রতিনিধি। আমি তো মনে করি, এই প্রজন্মের তারকারা সবাই স্টার, আমি কাউকে ছোট করছি না, কিন্তু তারকা মানে আমাদের সময়ে ছিল শ্যাম থাপা, হাবিব, সুভাষ ভৌমিক, সুধীর কর্মকাররা।

আমি নিজে ডার্বি খেলেছি মোট ৫৮টি, কেউ এত বড় ম্যাচ খেলেনি, আমি ডার্বি জিতেছি মোট ৩৩টি, হেরেছি মাত্র ১৬টিতে। আমার মতো কেউ এত ডার্বি ম্যাচ খেলেনি, কেউ নয়। তবুও খারাপ লাগে আইএফএ কোনও পরিকল্পনা গ্রহণে আমাদের মতো সিনিয়রদের মর্যাদা দেয় না, এটি কষ্টকর আমাদের পক্ষে।

মোহনবাগান ও ইস্টবেঙ্গল ম্যাচের আকর্ষণ থাকবে চিরকাল, কিন্তু যেভাবে বাংলার ফুটবলারের আকাল দেখা যাচ্ছে, জানি না এই ডার্বি ক্রমে কোথায় যাবে। যতদিন না বাংলার ফুটবলারদের আধিক্য থাকবে, ততদিন এই খেলার কোনও গুরুত্ব নেই আমার কাছে। (সাক্ষাৎকারভিত্তিক কলাম)

You might also like