
দ্য ওয়াল ব্যুরো: এএফসি কাপে (AFC Cup) পাঁচ গোলের ঝড়ের পরেও জরিমানা গুনতে হচ্ছে এটিকে মোহনবাগানকে (ATK Mohun bagan)। এশীয় ফুটবল কনফেডারেশন (AFC) এক বিবৃতিতে জানিয়েছে, ঘরের মাঠে সমর্থকদের প্রতিবাদের কারণে এই আর্থিক জরিমানা হচ্ছে ক্লাবের। কারণ খেলা শেষে দেখা গিয়েছে, সমর্থকরা ফুটবলারদেরও সমানভাবে হেনস্থা করেছেন।
এএফসি-র নিয়মে রয়েছে, কোনও ম্যাচে ফুটবলারদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেই আয়োজক দলকে জরিমানা গুনতে হয়। এটিকে মোহনবাগানকে ১০ হাজার ডলার, ভারতীয় মুদ্রায় সাড়ে সাত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। চিঠি দিয়ে সতর্ক করে বলা হয়েছে, আবারও কোনও ম্যাচে এমন কাণ্ড ঘটলে সেই দলকে সাসপেন্ডও করা হতে পারে।
Champions League: জিতেও বিদায় চেলসির, বাজিমাত রিয়ালের, অঘটন ঘটিয়ে ছিটকে গেল বায়ার্নও
মঙ্গলবার শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি-র বিপক্ষে এটিকে মোহনবাগান ভাল খেললেও গ্যালারিতে প্রতিবাদের আগুন জ্বলেছে। মোহনবাগান নামের আগে এটিকে সরাতে হবে, সেই নিয়ে জোর বিক্ষোভ সংঘটিত হয়েছে। পুলিশ প্রথমে মাঠে ব্যানার, টিফো নিয়ে প্রবেশের অনুমতি না দিলেও পরে সেই আবেদন গ্রাহ্য করা হয়।
সারা মাঠে রিমুভ এটিকে স্লোগানে মুখরিত ছিল। এটিকে-র আধিকারিকদের কাছে নিজেদের দাবি পৌঁছে দেওয়াই উদেশ্য ছিল। ঠিক সেটাই করেছেন সমর্থকরা। পাশাপাশি অবশ্য কিছু ফুটবলারের বিপক্ষেও ব্যারাকিং হয়, সেটাই সমস্যা সৃষ্টি করেছে।
সমর্থকদের লক্ষ্য ছিল বিদেশী তারকারা। সমর্থকদের একাংশের মনে হয়েছে, এটিকে নামকে সমর্থন করে বিভিন্ন বিজ্ঞাপন ও প্রোমো করছেন বিদেশীরাই। সেই জন্য মাঠে প্রবেশ করে তাঁদের বিরুদ্ধে অনাস্থা দেখিয়েছেন। এতেই সমস্যা সৃষ্টি করেছে।
প্রসঙ্গত, যুবভারতীতে মোট ২৪ হাজারের বেশি কিছু সমর্থক হাজির ছিলেন। সারা মাঠের মোট ৩০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়।