Latest News

মোহনবাগানের হার কলকাতায়, বেঙ্গালুরুর বিরুদ্ধে নাটকের পর নাটক যুবভারতীতে

দ্য ওয়াল ব্যুরো: নাটকীয় ম্যাচ। ষোলো মিনিটে তিন গোল হল যুবভারতীতে। কিন্তু সুনীল ছেত্রীর বেঙ্গালুরুর বিরুদ্ধে ঘরের মাঠে হেরেই গেল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।

এদিন প্রথমার্ধে কোনও গোল হয়নি। ৭৮ মিনিটে হার্নান্দেজের গোলে এগিয়ে যায় বেঙ্গালুরু হার্নান্দেজ। এরপর অতিরিক্ত সময়ে ফের বেঙ্গালুরুকে এগিয়ে দেন বাগানের প্রাক্তনী রয় কৃষ্ণ। ঠিক এর দুমিনিট পর মোহনবাগানের হয়ে ব্যবধান কমান পেত্রোতাস।

ছয় বলে ছটি ছক্কা, যুবরাজদের ক্লাবে নাম লেখালেন ইফতিকার, দেখুন ভিডিও

এই ম্যাচের পর মোহনবাগানের পয়েন্ট দাঁড়াল ১৬ ম্যাচে ২৭ পয়েন্টে। বেঙ্গালুরুর ১৭ ম্যাচে ২৫ পয়েন্ট। লিগ টেবিলের চার নম্বরে রইল বাগান। বেঙ্গালুরু উঠে এল ৬ নম্বরে।

You might also like