
বিরতিতে মাজিয়ার কাছে এক গোলে পিছিয়ে এটিকে-মোহনবাগান
খেলার শুরুটা ভাল করলেও প্রতিপক্ষ দল কিন্তু কাউন্টার অ্যাটাকে ভাল গোল করে গিয়েছে। খেলার ২৬ মিনিটে এগিয়ে যায় মাজিয়া স্পোর্টস ক্লাব। পেনাল্টি বক্সের ৮ গজ দূরে ফ্রি কিক মোহনবাগানের। ডেভিড উইলিয়ামসের সেই কিক পেয়ে যায় মাজিয়া। বল ধরে উঠে আসা কর্নেলিয়াস এজেকাইল ডান দিক থেকে বল বাড়ান। যা ধরে টিমকে এগিয়ে দেন ইব্রাহিম এইসামের। মাজিয়া দলটি মাঠের দুটি প্রান্ত ব্যবহার করেছে।
GOAL !!! Aisam gives Maziya the lead in the 25th minute.
Maziya 1 – 0 ATK Mohun Bagan
#wearemaziya #greenboys #DDPL #OoredooMaldives #SportsEmporiumMV pic.twitter.com/KS0Zsp4tRa
— MAZIYA SPORTS (@MaziyaSr) August 21, 2021
এই ম্যাচে সবুজ মেরুন দল হারলেও পরের ম্যাচে একটা সুযোগ পাবেন। কিন্তু মাজিয়ার কাছে মরণ বাঁচন ম্যাচ, তাই তারা জয়ের জন্য মরিয়া হয়ে রয়েছে। ঘরের মাঠের সমর্থন কাজে লাগিয়ে তারা দুরন্ত মেজাজে বিচরণ করছে।
এই ম্যাচের একাদশে এটিকে মোহনবাগান কোচ হাবাস রাখেননি হুগো বৌমাসকে, তাঁর বদলে রেখেছিলেন লিস্টন কোলাসোকে। হাবাস দল সাজিয়েছিলেন ৪-৩-৩ ছকে, একই ছকে দল সাজায় মাজিয়া দলটিও।
মোহনবাগান দল: অমরিন্দর, প্রীতম, সুমিত, ম্যাকহিউ, শুভাশিস, মনবীর, দীপক, লেনি, লিস্টন, কৃষ্ণ, উইলিয়ামস।