শেষ আপডেট: 25th July 2024 17:28
দ্য ওয়াল ব্যুরো: টোকিও অলিম্পিক্সেও এমন প্রচেষ্টা নেওয়া হয়েছিল। এবার প্যারিস অলিম্পিক্সেও একইরকম ব্যবস্থা নিয়েছে আয়োজকরা।
করোনা কালে সামাজিক দুরত্ব বিধির জন্য বিশেষ ধরনের খাট তৈরি করা হয়েছিল অ্যাথলিটদের। প্যারিস অলিম্পিক্সেও এমন খাট বানানো হয়েছে যাতে দু’জন শুলেই সেটি ভেঙে পড়বে। এমনভাবে সেটি বানানো হয়েছে, তাতে একজনের পক্ষে সেটি আরামদায়ক।
তিন বছর আগে টোকিও অলিম্পিক্স গেমস ভিলেজের সেই কার্ডবোর্ড বিছানার ধারণা এবার নিয়ে আসা হয়েছে প্যারিসেও। ব্রিটিশ স্প্রিংবোর্ড ডাইভার টম ড্যালি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘অলিম্পিক্স ভিলেজে সবসময়ই বিছানা নিয়ে অনেক কথাবার্তা হয়, কিন্তু এবার আমরা পরখ করে দেখেছি সমস্যা হবে না।’’
অস্ট্রেলিয়ার টেনিস তারকা ডারিয়া সাভিলে এবং এলেন পেরেজও একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাঁরা গেমস ভিলেজের বিছানা কতটা পোক্ত তা পরীক্ষা করে দেখেছেন। সাভিলেদের দেখা যায় খাটের ওপর লাফাচ্ছেন। তাঁরা ভিডিও পোস্ট করে লিখেছেন, আমরা বিছানা পরীক্ষা করে দেখছি!
আয়ারল্যান্ডের জিমন্যাস্ট রাইস ম্যাকলেনাঘানও তাঁর বিছানা পরীক্ষা করেছেন। তিনিও বিছানার উপর লাফান। মাটিতে থেকে লাফিয়ে ওঠেন বিছানায়। তিনি বলেছেন, আমি ভাল করেই খাট পরীক্ষা করে দেখেছি, কোনওরকম সমস্যা নেই। আর যৌনতা রুখতে এমন বিছানা বানানো হয়েছে, এটিও ঠিক নয়। এমন বিছানা শুধু আরামদায়কই নয়, পাশাপাশি দু’জনের শোয়ার পক্ষেও যথেষ্ট।