শেষ আপডেট: 22nd February 2024 19:41
দ্য ওয়াল ব্যুরো: জ্যোতিষ চর্চায় অনেকের বিশ্বাস থাকে না, আবার অনেকের থাকেও। বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পারিবারিক জীবন নিয়ে জ্যোতিষ চর্চা করেছিলেন দিল্লির এক ভবিষ্যৎদ্রষ্টা। তিনি বলেছিলেন, বিরুষ্কার দ্বিতীয় সন্তানের জন্ম হবে ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই।
গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনের হাসপাতালে অনুষ্কার ছেলে অকায় জন্মগ্রহণ করেন। সেটি নাকি আগেই জানিয়ে দিয়েছিলেন ওই জ্যোতিষী। শুধু তাই নয়, প্রথম সন্তান কবে হবে, তাও বলেন।
V
এমনকী বিরাটের কতদিন রানের খরা থাকবে, তাও আগাম বলেছিলেন ওই জ্যোতিষী। কোহলির ব্যাটে রান ছিল না ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ২০২১ সালের সেপ্টেম্বর পর্যন্ত। সেই রান খরা মিটে যায় ২০২২ সাল পড়তেই। কোহলিকে সেইসময় রানমেশিন বলছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ওই জ্যোতিষী এবার কোহলির নামে বলেছেন, তিনি ২০২৮ সালেই অবসর ঘোষণা করবেন। এই মুহূর্তে কোহলি দারুণ ছন্দে রয়েছেন। তিনি হয়তো সাময়িকভাবে ক্রিকেট থেকে দূরে রয়েছেন। কিন্তু শচীনের মোট সেঞ্চুরির থেকে খুব একটা দূরে নেই। জ্যোতিষী অবশ্য জানাননি শচীনের মোট সেঞ্চুরি সংখ্যা কোহলি আদৌ ভাঙতে পারবেন কিনা।