শেষ আপডেট: 4th August 2018 02:42
ভারতীয় ফুটবলের গর্বের দিন, সুনীলকে ‘এশিয়ান আইকন’ ঘোষণা এএফসি’র
দ্য ওয়াল ব্যুরো: জন্মদিনের পরের দিনই সুখবরটা পেলেন সুনীল ছেত্রী। শনিবার এশিয়ান ফুটবল কনফেডারেশন ঘোষণা করল এশিয়ান আইকনের নাম। আর তাতে নাম উঠল ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীলের। এই সম্মান পাওয়ার পিছনে গোল করাকেই মাপকাঠি হিসেবে ধরেছেন এএফসি কর্তারা। ভারতের জার্সি গায়ে ১০১টি ম্যাচে ৬৪টি গোল রয়েছে তাঁর। সামনে শুধু লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফিফা র্যাঙ্কিং-এ ভারতের স্থান যাই হোক দেশের জার্সি গায়ে গোল করাতে সিআরসেভেন,এলএমটেন-এর পরেই সুনীল। এএফসি তাদের ওয়েবসাইটে লিখেছে, যে জায়গায় সুনীল নিজেকে নিয়ে গিয়েছেন এশিয়ার কোনও ফুটবলারই আজ পর্যন্ত এই লড়াইতে ঢুকতে পারেননি। গতকাল ছিল সুনীলের ৩৪ তম জন্মদিন। এ দিন এই খবরকে বার্থ ডে গিফট হিসেবেই দেখছেন বেঙ্গালুরু তারকা।