শেষ আপডেট: 2nd October 2023 08:38
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের চতুর্থ দিনেও ভারতের পদক যাত্রা অব্যাহত। সোমবার সকালেই রোলার স্কেটিংয়ে পুরুষ দল তৃতীয় স্থানে শেষ করল। এদিন তারা জিতল ব্রোঞ্জ মেডেল। সোমবার এশিয়ান গেমসে ভারতের পদক যাত্রা শুরু হল রোলার স্কেটিং দলের হাত ধরেই। পুরুষ দলের পাশাপাশি মহিলা দলও ব্রোঞ্জ পদক জিতেছে এই খেলায়।
সোমবার ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলে রেসে ৪ মিনিট ১০ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করে ভারতের ছেলেরা। আরিয়ান পাল, আনন্দ কুমার, সিদ্ধান্ত এবং বিক্রম তাঁদের রেস তাঁদের দৌড় সম্পন্ন করে নিশ্চিত করেন ব্রোঞ্জ পদক। অন্যদিকে মেয়েদের স্পিড স্কেটিং দলও একই ভাবে ব্রোঞ্জ পদক এনে দিলেন দেশকে। সঞ্জনা বাথুলা, কার্তিকা জগদীশ্বরণ, হীরাল সাধু, আরাথি কস্তুরি রাজ ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে তৃতীয় স্থানে শেষ করেন। ৪ মিনিট ৩৪ সেকেন্ডে তাঁরা তাঁদের দৌড় শেষ করেছেন।
প্রসঙ্গত, রবিবার ভারতের মোট পদক সংখ্যা ৫০ ছাড়িয়েছে। সোমবার সকালে ইতিমধ্যেই এই সংখ্যাটা দাঁড়াল ৫৫তে। এর মধ্যে ১৩টি সোনা, ২১টি রুপো এবং ২১টি ব্রোঞ্জ পদক রয়েছে। আশা করা যায় এই সংখ্যা আরও বাড়তে চলেছে।
সোমবারের খেলায় বিশেষ নজর থাকবে টেবিল টেনিসে দুই বঙ্গকন্যা ঐহিকা এবং সুতীর্থার দিকে। ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছেন তাঁরা। এছাড়াও তীরন্দাজি বা অ্যাথলেটিকসেও পদক সংখ্যা বাড়ার সম্ভাবনা দেখছেন ক্রীড়া মহল।