শেষ আপডেট: 3rd October 2023 12:25
দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের শুরুতেই ভারতীয় ক্রিকেট দলের দাপট। নেপালকে ২৩ রানে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেলেন যশস্বী জয়সওয়ালরা।
এদিন নেপালের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন ঋতুরাজ গায়কোয়াড। যশস্বীর সঙ্গে ওপেন করতে নামেন তিনি। ঋতুরাজ মাত্র ২৫ রান করলেও যশস্বীর ব্যাটে ছিল রানের ফোয়ারা। ১০০ রানের পার্টনারশিপ করে ঋতুরাজ আউট হওয়ার পরই পরপর দু'উইকেট খোয়ায় ভারত। রান পাননি তিলক ভার্মা (২) ও জিতেশ শর্মা (৫)।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে ম্যাচের হাল ধরেন যশস্বী। মাত্র ৪৯ বলে ১০০ রান করে আউট হল তিনি। যশস্বী আউট হওয়ার পর শুরু হয় রিঙ্কু ম্যাজিক। ১৫ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে ভারতকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। প্রথমে ব্যাট করে ভারত তোলে ২০২ রান।
এই ম্যাচে ভারতের ব্যাটাররা ভাল করলেও বোলিং ব্রিগেড তেমন আশানুরূপ ফল করতে পারেনি। রান তাড়া করতে নেমে প্রথম থেকেই চালিয়ে খেলতে শুরু করে নেপাল। যদিও শেষ পর্যন্ত ১৭৯ রানে থামতে হয় তাদের। ভারতীয় বোলাররা ১০ উইকেট ফেলতে পারেনি নেপালের। এদিনের ম্যাচে নেপালের লড়াই মন জিতেছে ক্রিকেটপ্রেমীদের।
বিশ্বকাপের কারণে এশিয়ান গেমসে ভারত বি-টিম পাঠিয়েছে। ঋতুরাজের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল খেলছে চিনের হ্যাংযাউয়ে।