শেষ আপডেট: 1st October 2023 21:38
দ্য ওয়াল ব্যুরো: শুরুটা ভালই করেছিলেন লক্ষ্য সেনরা। কিন্তু শেষমেশ হল না। ব্যাডমিন্টনের ফাইনালে চিনের কাছে হারতে হল ভারতকে। এশিয়ান গেমসে রুপো জিতলেন লক্ষ্যরা। ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে এই প্রথম রুপো জিতল ভারত। অন্যদিকে, ১০০ মিটার হার্ডলে রুপো পেলেন জ্যোতি ইয়ারাজি।।
রবিবার, দিনের শুরু থেকেই অ্যাথলেটিক্সের একাধিক ইভেন্টে পদক জিতছেন ভারতের ক্রীড়াবিদরা। সকালে পুরুষদের ট্র্যাপ টিম সোনা জিতেছিল। একই ইভেন্টে ভারতের মেয়েরা পেয়েছিলেন রুপো। তারপর ৩০০০ মিটার স্টিপেলচেজ ইভেন্টে অবিনাশ সাবলে সোনা জেতেন। কিছুক্ষণের মধ্যেই তেজিন্দার সিং তুর শট পুট ইভেন্টে স্বর্ণপদক জিতে নজির গড়েন।
রবিবার ভারতের পদক জয়ের ধারা অব্যাহত। এদিন ব্যাডমিন্টনে পুরুষদের দলগত বিভাগে চিনের বিরুদ্ধে নেমেছিল ভারত। প্রথম ম্যাচেই লক্ষ্য সেন হারিয়ে দেন চিনের শি ইউকিকে। দ্বিতীয় ম্যাচে সাত্ত্বিকসাইরাজ ও চিরাগ শেট্টি জুটিও হারায় চিনের প্রতিযোগীদের। ইভেন্ট জিততে প্রয়োজন ছিল মাত্র একটা জয়ের। কিন্তু তা হল না।
তৃতীয় ম্যাচে হেরে যান শ্রীকান্ত। বাকি দুই ম্যাচেও হার হয় ভারতীয় প্লেয়ারদের। শেষ পর্যন্ত চিন ২-৩ ব্যবধানে যেতে পুরুষদের দলগত বিভাগ।
পাশাপাশি ১০০ মিটার হার্ডেল ছিল নাটকে ভরপুর। ব্রোঞ্জ না রুপো, জ্যোতি কী জিতেছেন তা চূড়ান্ত করতে গিয়েই হিমশিম খেতে হয় রেফারিদের। ১০০ মিটার হার্ডলস ফাইনালে জ্যোতি শেষ করেছিলেন ১২.৯১ সেকেন্ডে। ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিটকে প্রথমে ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছিল।
এই নিয়ে বিতর্ক বাধে। অনেকেই দাবি করেন, জ্যোতির রুপো পাওয়া উচিত ছিল। কিন্তু ব্রোঞ্জ দেওয়া হয়েছে। সেই বিতর্কের জেরে ম্যাচ রিভিউ করা হয়। দেখা যায়, চিনের প্রতিযোগী ইউ ইয়ানি ফলস স্টার্ট করেছেন। ঘরের মাঠেই ইয়ানির দৌড় বাতিল করেন রেফারিরা। যদিও এই ইভেন্টে সোনা নিজেদের দখলেই রেখেছে চিন। লিন ইউয়েরি স্বর্ণপদক পান। সব মিলিয়ে ভারতের পদক সংখ্যা ৫০ পার করে ফেলল।