শেষ আপডেট: 30th September 2023 16:10
দ্য ওয়াল ব্যুরো: এবারও এশিয়াডে জ্বলে উঠল রোহন বোপান্নার টেনিস র্যাকেট। প্রথম সোনা এল টেনিসে। পুরুষদের ডবলসে এবার রুপো এসেছিল। সেই খরা কাটল বোপান্নার হাত ধরে। রুতুজা ভোসলে-রোহন বোপান্না জুটি মিক্সড ডবলসে সোনা পেল ভারত।
বয়স শুধুই সংখ্যা মাত্র তা আবারও প্রমাণ করলেন রোহন। ৪৩ বছর বয়সেও কোর্টে তিনি যেন সেই কুড়ির যুবক। তাঁর দৌড়, রিফ্লেকশন এখনও আগের মতোই। এশিয়াডে চিনের প্রতিযোগীদের উড়িয়ে দিলেন রোহনরা।
এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ভারতীয় জুটি। প্রথম সেট ২-৬ স্কোরে হেরে যায়। তবে হেরে গিয়েও ম্যাচে ফিরে এসেছেন রোহন-রুতুজা। দ্বিতীয় সেটে বিপক্ষকে ৬-৩ স্কোরে হারান তাঁরা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি হাসলেন রোহনরা।
এবারের গেমসে টেনিসে প্রথম সোনা এল। পুরুষদের ডবলসে রামকুমার রমানাথন ও সাকেথ মাইনেনি ফাইনালে চিনের প্রতিযোগীদের কাছে হেরে যান ৪-৬, ৪-৬ গেমে। এই ইভেন্টে গত এশিয়ান গেমসে সোনা এসেছিল। সেবার রোহন বোপান্না ও দিভিজ শরণ সোনা জিতেছিলেন। এবার রুপোতে সন্তুষ্ট হতে হল।
সেই সোনা না জেতার দুঃখ মেটালেন রোহন-রুতুজা। এই নিয়ে এবারের গেমসে সবমিলিয়ে ৯টা সোনা জিতল ভারত। ১৩টি রুপো ও ১৩টি ব্রোঞ্জ আছে ঝুলিতে। মোট ৩৫ পদক ইতিমধ্যেই ভারত জিতে ফেলেছে এবারের এশিয়াডে।