শেষ আপডেট: 1st October 2023 12:24
দ্য ওয়াল ব্যুরো: ফের শ্যুটিং ইভেন্টে সোনা পেল ভারত। রবিবার পুরুষদের ৫০ মিটার ট্র্যাপ বিভাগে সোনা জিতলেন কিয়ানান চেনাই, জোরাভার সিং ও পৃথ্বীরাজ টনাডাইন্যান। শুধু পুরুষদের বিভাগে নয়, একই ইভেন্টে মহিলাদের বিভাগেও পদক এসেছে ভারতের ঝুলিতে। মহিলা দল রুপো পেয়েছে।
চিনের হ্যাংঝাউয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের এশিয়ান গেমস। এবারের এশিয়াডে একের পর এক ইভেন্টে পদক জিতছে ভারত। কখনও ব্রোঞ্জ, কখনও রুপো, আবার কখনও সোনা। বিশেষত, শ্যুটিং ইভেন্টে এবার সোনা ফলাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা।
দ্য ওয়াল এখন হোয়াটসঅ্যাপেও। ফলো করতে ক্লিক করুন।
রবিবার কুয়েতের প্রতিপক্ষদের বিরুদ্ধে ৫০ মিটারের ট্র্যাপ ইভেন্টের ফাইনালে নেমেছিলেন পৃথ্বীরাজরা। ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই চলে দুই পক্ষের। তবে মাত্র ১০ পয়েন্টে প্রতিপক্ষকে হারিয়ে দেন ভারতীয় ছেলেরা। কুয়েতের প্রতিযোগীদের স্কোর ছিল ৩৫১। পৃথ্বীরাজরা শেষ করেন ৩৬১ পয়েন্টে।
শুধু পুরুষদের বিভাগে নয়, রবিবার মহিলা বিভাগেও পদক জিতেছে ভারত। ফাইনালে চিনের কাছে হেরে যায় মহিলা দল। শেষ পর্যন্ত রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হল তাদের।