শেষ আপডেট: 30th September 2023 22:45
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় হকিতে স্মরণীয় রাত শনিবার। চিনের গেমস আঙিনায় ভারতীয় দল ১০-২ গোলে হারাল পাকিস্তানকে। এটাই ভারতের সর্বোচ্চ জয় পাক দলের বিরুদ্ধে। পাক দলের কাছে এটা লজ্জার হার। ভারত জিতে হকির সেমিফাইনালে চলে গেল। নিশ্চিত করল ব্রোঞ্জ পদকও।
এই হার ভারতীয়দের মনোবল বাড়াবে। বিরতির আগেই ভারত চার গোলে এগিয়ে ছিল। খেলা যত গড়িয়েছে, ততই মুড়ি-মুড়কির মতো গোল হয়েছে। দলের অধিনায়ক হরমনপ্রীত সিং হ্যাটট্রিকসহ একাই চার গোল করেছেন।
পাক তারকারা শেষদিকে আতঙ্কে ছিলেন আরও গোল হজম করার। এতদিন ভারতীয় দলের পাকিস্তানের বিরুদ্ধে ৭-১ গোলে জয়টাই বড় ব্যবধান ছিল। সেই রেকর্ড মুছে গেল ১৯তম এশিয়ান গেমসে।
গেমসে দুই দলের সাক্ষাতের ভিত্তিতে পাক দল এগিয়ে ছিল। এদিনের হারের পরে পাক দলের এই ব্যর্থতা ইতিহাসে লেখা থাকবে। পাশাপাশি ভারতীয় হকিতে এদিনের রাত স্মরণীয় হয়ে থাকবে।
ভারতীয় দলের হয়ে সব তারকাই এদিন নিজের সেরাটা দিয়েছেন। গোলের নিচে শ্রীজেশ থেকে সামসের সিং, ললিত কুমার, বরুণ কুমার সবাইকে নিজেদের ছাপিয়ে গিয়েছেন।
ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে পাক দল চলতি আসরে মোট ৩৪টি গোল করেছে। কিন্তু ভারতীয় দল যে বড় মঞ্চে বারবার জ্বলে ওঠে, সেটি প্রমাণ হয়ে গিয়েছে। তারা মনপ্রাণ দিয়ে ম্যাচ খেলে পাক দলকে গোলের মালা পরিয়ে দিয়েছে।
ভারতীয় দলের হয়ে প্রথম গোল শুরু করেন মনদীপ সিং। দ্বিতীয় থেকে চতুর্থ গোল দলের পক্ষে করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। যেভাবে তিনি বারবার পাক রক্ষণ ভেঙে এগিয়ে গিয়েছেন গোলের জন্য, এদিনের ম্যাচের সেরা তিনিই।
ম্যাচের প্রতিটি কোয়ার্টারে পাক দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পারেনি। গোলের নিচে শ্রীজেশ ছিলেন দুরন্ত। তিনি অভিজ্ঞ তারকার মতো দলকে বাঁচিয়েছেন।
ভারতের কাছে এই ম্যাচ ছিল মর্যাদার। গেমসে পাক দল এগিয়ে ছিল ভারতের থেকে জয়ের দিক থেকে। ভারতের এই বড় জয় সব গ্লানি মুছিয়ে দিয়েছে। হরমনপ্রীতদের দুর্দান্ত জয়ের পরে নানা ক্ষেত্র থেকে অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছে দল।
শনিবার দুপুরে স্কোয়াশে পাক দলকে চূর্ণ করার পরে হকিতে দশ গোলে জয়, সবদিক থেকেই ভারতের কাছে এদিনটা ‘সুইট স্যাটারডে’ হয়ে থাকবে।