শেষ আপডেট: 4th March 2025 14:58
দ্য ওয়াল ব্যুরো: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) ভারতের (India) প্রথম দুটো ম্যাচে খেলননি তিনি। আর তৃতীয় ম্যাচে দলে জায়গা পেয়েই পাঁচ উইকেট নিয়ে কিউয়িদের যাত্রাভঙ্গ করেছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
আজ, দুবাইয়ে প্রথম সেমিফাইনালে টিম ইন্ডিয়ার সামনে অস্ট্রেলিয়া। ইতিমধ্যে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ স্মিথ। এই ম্যাচে ফের সুযোগ পেয়েছেন বরুণ। যে সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রাক্তন ভারতীয় স্পিনার আর অশ্বিনের আগাম ঘোষণা--অজি-নিধনে এক্স-ফ্যাক্টর হয়ে উঠতে পারেন ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা। শুধু তাই নয়। বরুণের গ্রহণযোগ্যতা ও গুরুত্ব বোঝাতে তাঁকে পেসার জসপ্রীত বুমরাহর সঙ্গেও তুলনা করেছেন অশ্বিন।
এত বড় স্বীকৃতি শুধু শুধু নয়, তার কারণ বোঝাতে আইপিএলের স্মৃতিচারণ করেছেন কিছুদিন আগে অবসর নেওয়া অফস্পিনার। অশ্বিন বলেন, ‘আমি যখন কিংস ইলেভন পাঞ্জাবের অধিনায়ক ছিলাম, তখন তারা বরুণকে দলে নেয়। দুর্ভাগ্যজনকভাবে, ও কাঁধের চোটের জন্য একটি ম্যাচও খেলতে পারেনি। খেলতে পারলে টিম এবং আমার জন্য সেটা বেশ ভাল অভিজ্ঞতা হতে পারত।‘
অস্ট্রেলিয়া ম্যাচের আগে অশ্বিন বলেছিলেন বরুণ প্রথম একাদশে জায়গা পাবেন। সঠিক অনুমান নিয়ে তাঁর জবাব, ‘আমি এমন ভেবেছিলাম গৌতম ও রোহিত এভাবে চিন্তা করবে এটা মনে করে নয়; এটাই করা উচিত ভেবে বলেছিলাম আজ দলে বরুণ জায়গা পাবে।‘
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? জবাবে অশ্বিন বলেন, ‘নতুন বলই বরুণের হাতে তুলে দাও। তারপর ট্রাভিস হেডের বিরুদ্ধে লাগাতার উইকেট লক্ষ্য করে বল করতে থাকুক। আমি আবার বলছি, বরুণকে দলে স্পিনার হিসেবে দেখতে চাই না আমি। ও আসলে জসপ্রীতের মতো এক্স-ফ্যাক্টর। দুজনের মধ্যে তুলনা হয় না ঠিকই। কিন্তু ব্যাটসম্যানরা যেভাবে বুমরাহর সামনে সতর্ক হয়ে থাকে, বরুণও একইভাবে ব্যাটারদের সমস্যায় ফেলেছে। (নিউজিল্যান্ডের) ড্যারিল মিচেলের আউট দেখলেই বোঝা যায়, বল কোন দিকে বাঁক নিতে পারে, সে বিষয়ে ওর কোনও আন্দাজ ছিল না।‘