
দ্য ওয়াল ব্যুরো: বাংলার প্রাক্তন তারকা ক্রিকেটার তথা বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashoke Dinda) মা (mother) সন্ধ্যারানী দিন্দা প্রয়াত হলেন। বয়স হয়েছিল তাঁর ৭২ বছর। দিন্দার মায়ের জীবনাবসানে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়।
রাজ্যপাল লিখেছেন, ‘‘শ্রীমতী সন্ধ্যা দিন্দার মৃত্যুর খবর শুনে মর্মাহত। শোকাহত পরিবারের জন্য আমার প্রার্থনা। আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করি।’’
শুক্রবার সকালেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তবে দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। নিজের বাড়ি তমলুক ব্লকের নৈছনপুর গ্রামে প্রয়াত হন তিনি।
Kolkata League: কলকাতা লিগে পা পড়ছে মতুয়াদের, খেলবে মিলনবীথি নামে
মাতৃহারা বিধায়ক দাদাদের সঙ্গে মায়ের শেষকৃত্যে হাজির ছিলেন। অশোকের পাশে পরিবার ছাড়াও প্রতিবেশীরাও ছিলেন। সিএবি থেকেও শোকপ্রকাশ জানানো হয়েছে। বাংলার ক্রিকেটারদের মধ্যে মনোজ তিওয়ারি, রণদেব বসুরাও দিন্দাকে সান্ত্বনা জানান।
ক্রিকেট ছেড়ে রাজনীতির ময়দানে বেশ সফল নামী প্রাক্তন পেসার দিন্দা। বাংলা দল ছেড়ে গোয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে নাম লিখিয়েছিলেন দিন্দা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গোয়ার হয়ে খেলেও ছিলেন। এর পরই ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন তিনি।