
দ্য ওয়াল ব্যুরো: এবারের আইপিএল (IPL 2022) একেবারে অন্যরকম অরুণ লালের (Arun Lal) কাছে। এতদিন বহুবার ইডেন (Eden) গার্ডেন্সে এসেছেন, কিন্তু এবার প্রেক্ষাপট আলাদা। খেলা দেখতে এলেন সস্ত্রীক, সঙ্গে সদ্য পরিণিতা বুলবুলের সঙ্গে।
ইডেনের প্রেস বক্সের পাশের ঘরে গিয়ে বসলেন নবদম্পতি। অরুণ বলছিলেন, ‘‘আগেও তো আইপিএলে এসেছি, তবে বিয়ের পরে বুলবুল পাশে রয়েছে, এটা ভেবেই ভাল লাগছে।’’
সুন্দরী ও সপ্রতিভ বুলবুলও জানিয়ে দিলেন, আগেও আইপিএলে এসেছি খেলা দেখতে, কিন্তু অরুণ এবার সঙ্গে রয়েছে, সেটি আমার কাছে স্পেশাল। ওঁর মতো খেলা সমঝদার ব্যক্তির সঙ্গে ক্রিকেট দেখার মজাই আলাদা। যদিও সেইসময় খেলা শুরু হয়নি, বর্ষণের ভ্রুকুটির জন্য ইডেন পুরো ঢাকা দেওয়া ছিল।
East Bengal: ম্যান ইউ নয়, ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী ইমামি! মমতার উদ্যোগে ফের আইএসএলে লাল-হলুদ
আগামীকাল বৃহস্পতিবারই বাংলা দলের সঙ্গে রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে বেঙ্গালুরু উড়ে যাচ্ছেন অরুণ। সঙ্গে যাচ্ছেন স্ত্রী-ও। মধুচন্দ্রিমাও সারবেন ওখানেই। অরুণ বলছিলেন, ‘‘আমাদের যা ঠাসা সূচী, তাতে করে আলাদাভাবে সময় বের করা অসম্ভব। তাই বুলবুলেরও স্কুলের গরমের ছুটি পড়ে গিয়েছে, এবার যাওয়া যেতে পারে।’’
অরুণের পছন্দের দল বেঙ্গালুরু, বুলবুল আবার পছন্দ করেন লখনউ দলকে। কেন, প্রশ্ন করতে জানালেন, ‘‘লখনউ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, তিনি আমাদের বাংলার লোক, তাই আমার সমর্থন থাকবে লোকেশ রাহুলের দিকেই।’’
বেঙ্গালুরু দলে রয়েছেন বাংলার দুই তারকা শাহবাজ ও আকাশদীপ, তাই আবার অরুণের সমর্থন বিরাট কোহলির দলের দিকেই। ‘‘ঋদ্ধি গুজরাত দলের হয়ে খেলেছে, শামিও তাই। আমি গতকাল ম্যাচেও ওদের সমর্থন করেছিলাম। ঋদ্ধি রান পায়নি, শামি তো চ্যাম্পিয়ন বোলার, একেকদিন এমনটা যেতেই পারে।’’ ডেনিম শার্ট পরিহিত অরুণ বলছিলেন বেশ মজা করেই।
অরুণ ভাল কথা বলেন, স্বভাবসিদ্ধ ভাবেই বললেন, ‘‘আমার অবাক লাগে অবশ্য কেকেআর দলে কেন বাংলার ক্রিকেটার থাকে না। বাংলা ক্রিকেটাররা না থাকায় কলকাতার মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কেকেআর। এভাবে বেশিদিন চলতে পারে না। তা হলে কিসের ভিত্তিতে ফ্রাঞ্চাইজি নাম কলকাতা ব্যবহার করে।’’