শেষ আপডেট: 21st January 2025 13:50
দ্য ওয়াল ব্যুরো : ইংল্য়ান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। আগামী বুধবার (২২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেন্সে সিরিজের প্রথম ম্যাচ আয়োজন করা হবে। ইতিমধ্যে ক্রিকেটের নন্দন-কাননে টিম ইন্ডিয়া জোর কদমে শুরু করে দিয়েছে অনুশীলন। তবে ভারতীয় ক্রিকেট দলের পেস তারকা আর্শদীপ সিংয়ের গলায় যে ঝরঝরে বাংলা শুনতে পাওয়া যাবে, সেটা বোধহয় কেউ কল্পনাও করতে পারেননি।
আসলে মঙ্গলবার সকালবেলা অনুশীলন করতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। তবে অনুশীলন শুরুর আগে ভারতীয় ক্রিকেট দলের হাল-হকিকত নিয়ে বিসিসিআই টিভি-কে একটি ইন্টারভিউ দিচ্ছিলেন সূর্য।
টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন খানিক মজার ছলেই প্রশ্নকর্তাকে বললেন, 'আমি তো ভেবেছিলাম, তুই বলবি কেমন আছ? এই যেমন পা'জিকে দেখে আমার বলতে ইচ্ছে করছে, ভাল আছ?' জবাবে ঝরঝরে বাংলা ভাষায় আর্শদীপ বললেন, 'ভালো আছি।' সেইসঙ্গে থাম্বস আপ দেখিয়েও বুঝিয়ে দেন যে বাংলা ভাষা ঠিক কতটা ভাল রপ্ত করেছেন তিনি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অফিশিয়াল এক্স হ্যান্ডলে সেই ভিডিও পোস্ট করা হয়েছে। এমনকী, সূর্যকুমার যাদব নিজেও শিকার করেন যে কলকাতায় এসে টিম ইন্ডিয়া ভাল ভাল জিনিস শিখতে শুরু করেছে।
???????????????? ???????????????? ???????????????????????????? ???????????????????????????? ????️
— BCCI (@BCCI) January 21, 2025
ft. Captain Suryakumar Yadav ????#TeamIndia | #INDvENG | @surya_14kumar | @IDFCFIRSTBank pic.twitter.com/lB1MJse70w
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বুধবার সন্ধ্যা সাতটা থেকে এই ম্যাচ শুরু হবে। তার ঠিক আধঘণ্টা আগে অর্থাৎ সাড়ে ৬টায় টস আয়োজন করা হবে। এই সিরিজে টিম ইন্ডিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারের উপর নজর থাকবে। সেই তালিকায় রয়েছেন আর্শদীপ সিংও। কারণ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে আর্শদীপের নাম রয়েছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে আইসিসি-এই মেগা ইভেন্ট শুরু হবে।
ভারত - সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর প্য়াটেল (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল (উইকেটকিপার), হর্ষিত রানা, আর্শদীপ সিং, মহম্মদ সামি, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই।
ইংল্যান্ড - জস বাটলার (অধিনায়ক), জেকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মহম্মদ, ফিল সল্ট, মার্ক উড, রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন।