শেষ আপডেট: 5th March 2025 11:15
দ্য ওয়াল ব্যুরো: পয়েন্টের হিসেবে না হলেও ফুটবলের ময়দানি অঙ্ক বলছে প্রিমিয়ার লিগ জয়ের রেস থেকে একপ্রকার ছিটকে গেছে আর্সেনাল (Arsenal)। লিভারপুলের (Liverpool) খেতাব জেতা স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ঘরোয়া লিগে না হলেও চ্যাম্পিয়ন্স লিগে (Champions League) নিজেদের জাঁক ধরে রাখল মিকেল আর্টেটার টিম। যার হাতেনাতে ফল ভুগল ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেন (PSV)। ঘরের মাঠে শেষ ষোলোর লড়াইয়ে নেমে সাত গোল খেল তারা। ফাইনাল স্কোর পিএসভি ১-৭ আর্সেনাল। এর দৌলতে এক লেগ বাকি থাকতেই কোয়ার্টার ফাইনালের টিকিট কার্যত পাকা করে ফেলল লন্ডনের ক্লাব।
গতকালের ম্যাচে শুরু থেকেই রাশ হাতে তুলে নেয় আর্সেনাল। ১৮ মিনিটের মাথায় প্রথম গোল৷ গোলদাতা জুরিয়েন টিম্বার। ব্যবধান বাড়ান ইথান ওয়েনেরি। ৩১ মিনিটে তৃতীয় গোল করে দলের জয় একপ্রকার নিশ্চিত করেন স্ট্রাইকার মিকেল মেরিনো। এক গোল করে ফিরে আসার টিমটিমে আশা জ্বালতে চেয়েছিলেন পিএসভির নোয়া ল্যাং। কিন্তু দ্বিতীয়ার্ধ আরও আক্রমণাত্মক ঢঙে শুরু করে আর্সেনাল। যার সুবাদে সেকেন্ড হাফের প্রথম তিন মিনিটে চতুর্থ ও পঞ্চম গোল করে বিপক্ষের আশায় জল ঢেলে দেন অধিনায়ক মার্টিন ওডেগার্ড ও উইঙ্গার লিয়ান্দ্রো ট্রসার্ড। দলের ছ’নম্বর ও নিজের দু'নম্বর গোলদাতা ওডেগার্ড। আর সপ্তম গোল করে দলের চোখধাঁধানো জয় বাঁধিয়ে রাখেন ইতালীয় ডেফেন্ডার রিকার্ডো ক্যালাফিওরি।
এমন বিরাট জিতকে দলের আগ্রাসন ও খিদের ফল বলে ব্যাখ্যা করেছেন মিডফিল্ডার ডেক্লান রাইস। তবে জুড়ে দিয়েছেন সতর্কবার্তাও—‘থামলে চলবে না। আমাদের একনাগাড়ে আরও ভাল খেলে যেতে হবে।’
জিতেও কেন আত্মতুষ্টিতে ভুগতে চান না রাইস, তার আড়ালে রয়েছে গতকালের অন্য একটি ম্যাচ। যেখানে মুখোমুখি হয় রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও অ্যাটলেটিকো মাদ্রিদ (Atletico Madrid)। পরের রাউন্ডে এই দুই ম্যাচের বিজয়ীদের সামনে পড়বে আর্সেনাল। সেই লড়াই যে পিএসভি ম্যাচের মতো একপেশে হবে না, তা বলাই বাহুল্য।
গতকাল প্রথম লেগে ঘরের মাঠে রিয়াল ২-১ গোলে জিতলেও গোলরক্ষকের থিবো কুর্তোয়া পরিত্রাতা না হলে লড়াইয়ের ফল অন্যরকম হতেই পারত। চার মিনিটে ম্যাচের লিড নেয় রিয়াল। গোলদাতা রদ্রিগো। ডান উইঙ্গ থেকে ড্রিবলিং করে বাঁ-পায়ের জোরালো শটে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার। যদিও ৩২ মিনিটে সমতা ফেরায় অ্যাটলেটিকো। গোল করেন আর্জেন্টিনার জুলিয়ান আলভারেজ৷ এরপর দীর্ঘ সময় ধরে লা লিগার দু'নম্বরে থাকা অ্যাটলেটিকো নিজেদের আধিপত্য ধরে রাখে। কিন্তু দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াজের অনবদ্য স্কিলে নাস্তানাবুদ হয় দিয়েগো সিমিয়নের রক্ষণ। হাফ চান্স পেয়েও গোল করতে না পারার যন্ত্রণা কি অ্যাটলেটিকোর কাঁটা হয়ে উঠবে? পরের লেগ ঘরের মাঠে। সেখানে এক গোলে পিছিয়ে শুরু করার মাশুল কি আখেরে গুনতেই হবে গ্রিজম্যানদের? জবাব মিলবে ১৩ মার্চ।
গতকাল শেষ ষোলোর অন্যান্য খেলার ফল:
ডর্টমুন্ড ১-১ লিল
ক্লাব ব্রুজ ১-৩ অ্যাস্টন ভিলা