শেষ আপডেট: 13th May 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: ইউরোপের পাঁচটি ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে চারটির খেতাব নির্ধারণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি শুধু প্রিমিয়ার লিগ।
স্প্যানিশ লা লিগা, ইতালিয়ান সিরি এ লিগ, জার্মান বুন্দেশলিগা কিংবা ফরাসি লিগ ওয়ান- ইউরোপের সেরা চারটি ঘরোয়া খেতাব জিতে নিয়েছে দলগুলি। এবার লাখ টাকার প্রশ্ন, প্রিমিয়ার লিগ কে জিতবে!
প্রিমিয়ার লিগের এমন অবস্থা যে, শেষ ম্যাচের ম্যাচগুলিতে ঠিক হবে কারা চ্যাম্পিয়ন হবে। সাপলুডোর খেলা ভালই চলছে।
ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ঘরের দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে এসেছে আর্সেনাল। ম্যাচের ২০ মিনিটে লিয়ান্দ্রো ত্রোসার্ড একমাত্র জয়সূচক গোলটি করেন। এই নিয়ে শেষ ১৭ বারের সাক্ষাতে এবার নিয়ে মাত্র দু’বার জিতল আর্সেনাল।
এই জয়ে ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট হল ৮৬। তারাই এখন শীর্ষে। ৩৬ ম্যাচ শেষে ম্যান সিটির পয়েন্ট ৮৫। আর্সেনালের বাকি ১ ম্যাচ, ম্যান সিটির বাকি ২ ম্যাচ। আর্সেনাল শেষ ম্যাচে মুখোমুখি হবে এভার্টনের বিরুদ্ধে। পেপ গুয়ার্দিয়লার ম্যান সিটি খেলবে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে ও ওয়েস্টহ্যাম খেলবে ইউনাইটেডের বিপক্ষে।
আর্সেনাল এইসময় চাইছে টটেনহ্যাম যেন ওই ম্যাচে হারায় ম্যান সিটিকে। আর্সেনালের নামী স্ট্রাইকার কাই হাভার্টজ জানিয়েছেন, ‘‘আমি এখন টটেনহ্যামের বড় সমর্থক। তাদের সাফল্যই চাইছি আমি।’’