শেষ আপডেট: 29th July 2024 16:40
দ্য ওয়াল ব্যুরো: শুটিংয়ে ভারতের দুটি পদকের সম্ভাবনা ছিল। প্রথমে রমিতা জিন্দাল পারেননি, দুপুর সাড়ে তিনটার সময় পদক হাতছাড়া করলেন পাঞ্জাব কা পুত্তর অর্জুন বাবুতা। তিনিও ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছেন। অর্জুনের মোট পয়েন্ট ২০৮.৪ পয়েন্ট। তাঁর আগে শেষ করলেন চিনের এল শেঙ (২৫২.২ পয়েন্ট), সুইডেনের লিন্ডগ্রেন রুপো পেয়েছেন। ব্রোঞ্জ পেলেন ক্রোয়েশিয়ার মারিচ (২৩০ পয়েন্ট)।
এর আগে একইভাবে অলিম্পিক্সে রাইফেল ইভেন্টে চতুর্থ হয়েছিলেন বাংলার জয়দীপ কর্মকার। তিনি লন্ডন অলিম্পিক্সে চারে শেষ করেছিলেন। সেই স্মৃতি ফেরালেন চন্ডীগড়ের অর্জুন। মোট ১০টি সিরিজের মধ্যে পাঁচ নম্বর সিরিজেও তিনি ছিলেন দ্বিতীয় স্থানে। সেইসময় ছিটকে দেন আর্জেন্টিনার শুটারকে।
শুটিংয়ে অবশ্য মঙ্গলবার মনু ভাকেরের ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্ট চলছে। তিনি জুটি বেঁধে খেলছেন সরবজ্যোত সিংয়ের সঙ্গে। তিনি এই ইভেন্টে পদক জিততেই পারেন। রবিবার মনু জিতেছিলেন ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ। তিনি এদিন জিতলে পদকের ডাবল হবে।
অর্জুন উঠে এসেছেন চন্ডীগড় থেকে। তিনিও ক্রিকেটার যুবরাজ সিংয়ের মতো চন্ডীগড় ডিএভি স্কুলের ছাত্র। তিনি অভিনব বিন্দ্রার পরামর্শ নিয়ে অলিম্পিক্সে নেমেছিলেন। তিনি প্যারিসে আসার আগে বিন্দ্রার কাছে বিশেষ ট্রেনিংও নেন। তাঁর বাবা রেলওয়ের বড় অফিসার। তিনি কথা বলেই বিন্দ্রার অ্যাকাডেমিতে ভর্তি করেছিলেন অর্জুনকে।