Latest News

পাননি প্রাপ্য সম্মান, ইস্টবেঙ্গলের পথে পা বাড়ালেন অরিন্দম, প্রবীর, প্রণয়রা

দ্য ওয়াল ব্যুরো: চুক্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ায় বাকি দিন তিনেকের মধ্যে দলগঠন সেরে ফেলতে চাইছে ইস্টবেঙ্গল। তারা ফুটবলার নেওয়ার বিষয়ে মরিয়া হয়ে গিয়েছে। যদিও কর্তারা জানিয়েছিলেন, তাঁরা দলগঠনের তালিকা করে ফেলেছেন। কিন্তু সেই অনুযায়ী নিজেদের জালে পোরাই বড় চ্যালেঞ্জ। কেননা ৩১ অগাস্ট ফিফা ফুটবলার নেওয়ার ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে যাবে।

এবার যা পরিস্থিতি, তাতে এটিকে মোহনবাগানের থেকে ফুটবলার নিতে চলেছে ইস্টবেঙ্গল। প্রচ্ছন্নভাবে সবুজ মেরুন কর্তারা ‘সাহায্য’ করতে চান বিপক্ষ ক্লাবকে। সেই কারণেই শোনা যাচ্ছে, গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য থেকে মাঝমাঠের প্রবীর দাসকে নিতে পারে লাল হলুদ ক্লাব। এমনকি প্রণব হালদারও ইস্টবেঙ্গল জার্সিতে খেলতে পারেন। তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে।

মহম্মদ রফিক এবং বিকাশ জাইরুকে চূড়ান্ত করে ফেলেছে এসসি ইস্টবেঙ্গল। সৌরভ দাস, অঙ্কিত মুখোপাধ্যায়দেরও রেখে দিতে চাইছে লাল-হলুদ। হীরা মণ্ডলকেও নিশ্চিত করে ফেলেছে তারা।

অরিন্দমদের ক্লাব ছাড়ার বিষয়ে জানা গিয়েছে, তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেননি এটিকে প্রতিনিধিরা। তাই অভিমানেই ক্লাব ছাড়তে চান তাঁরা। তার মধ্যে অমরিন্দার সই করায় অরিন্দম এবার দলে সুযোগ পাবেন না। এটিকে মোহনবাগানের আরও এক গোলরক্ষক অভিলাস পালকেও ছেড়ে দেবে তারা।

You might also like