Latest News

১ কোটি ২০ লক্ষ টাকায় ইস্টবেঙ্গলে রফা হল গোলরক্ষক অরিন্দম

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গোলরক্ষক সমস্যা কাটিয়ে তুলল ইস্টবেঙ্গল (East Bengal)। তারা সই করিয়েছে ময়দানের অভিজ্ঞ গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্যকে (Arindam Bhattacharjee)। তিনি গত মরসুমে এটিকে-মোহনবাগানে ছিলেন। এবার অরিন্দমকে রাখা হবে না, সেই হিসেবেই অমরিন্দর সিংকে নেয় সবুজ মেরুন শিবির।

অরিন্দম এটিকে-মোহনবাগান ছাড়বেন, বলেই দিয়েছিলেন। সেই মতো যোগাযোগ করেন লাল হলুদ কর্তারা। কিন্তু অরিন্দম শুরু থেকেই বলে এসেছেন তিনি দেড় কোটি টাকা চান। ইস্টবেঙ্গল রাজি ছিলেন না দেওয়ার বিষয়ে।

আরও পড়ুন: পাকিস্তান ক্রিকেটে তুমুল বিতর্ক, কোচের পদ থেকে সরলেন মিসবা, ইস্তফা ইউনিসেরও

সোমবার লাল-হলুদেই সই করলেন গতবারের আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী গোলকিপার। এদিন সকালে দু’পক্ষের আলোচনার পরই এসসি ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করেন তিনি।

লড়াইয়ে ছিল কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটি এফসি। তিনি যদিও ভিনরাজ্যে যেতে চাইছিলেন না। সেই কারণেই লাল হলুদ জার্সি পরতে মরিয়া ছিলেন। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক চুক্তির পরিমান। লাল হলুদ কর্তারা দিতে চেয়েছিলেন ৯৫ লক্ষ, আর মুম্বই সিটি এফসি দিতে চায় ১ কোটি ২০ লক্ষ টাকা। শেষমেশ ওই অঙ্কেই লাল হলুদ জার্সি পরলেন ভারতের প্রাক্তন গোলরক্ষক।

ইতিমধ্যেই ইস্টবেঙ্গল দলে নিয়েছে অমরজিৎ সিং কিয়াম, শুভ ঘোষদের মতন বেশ কিছু নতুন প্রতিভাবান তারকাকে চুক্তিবদ্ধ করার পাশাপাশি তারা আদিল খান, রাজু গায়কোয়াডদের মতন অভিজ্ঞ ফুটবলারদেরও দলে নিয়েছেন।

দলের বিদেশী ফুটবলার নিয়ে আসবেন কোচ রবি ফাউলার। তিনি চলতি মাসের শেষদিকে আসতে পারেন বলে শোনা গিয়েছে। এবারও ওই কোচ কলকাতায় না এসে গোয়া শিবিরে চলে যাবেন। গোয়াতেই বসবে লাল হলুদের প্রাক আইএসএল শিবির।

শ্রী সিমেন্ট কর্তৃপক্ষের মাধ্যমে জানা গিয়েছে, ফাউলার ইতিমধ্যেই পাঁচ ফুটবলারের একটা তালিকা পাঠিয়েছেন তাদের। সেই ফুটবলারদের ভিডিও এবং জীবনপঞ্জী দেখেই মূল সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা ‘সুখপাঠ’

You might also like