শেষ আপডেট: 26th July 2024 15:43
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্স গেমস ভিলেজে ডাকাতির শিকার আর্জেন্টাইন ফুটবল তারকা থিয়াগো আলমাদা। প্যারিসে গেমসের আসরে প্রথম ম্যাচেই মাঠে নেমেছিল আর্জেন্টিনা। নাটকীয় ও বিতর্কিত এই ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা।
ম্যাচের আগে গেমস ভিলেকে ডাকাতির শিকার হয়েছেন আলমাদা। দলের কোচ জেভিয়ার মাসচারানো বলেন, ‘‘গেমস ভিলেজে যখন আমরা অনুশীলন করছিলাম, সেইসময় আমরা ডাকাতির শিকার হই। এটি অলিম্পিক্স গেমস, কোনও প্রতিবেশী দেশের টুর্নামেন্ট নয়। এমন মানা যায় না। থিয়েগো ঘড়ি, আংটি সবকিছুই হারিয়েছে। এমনকী ব্যাঙ্কের কার্ডও নিয়ে নিয়েছে দুষ্কৃতিরা।’’
এই ঘটনায় আর্জেন্টাইন প্রতিনিধিরা লিও পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ডাকাতির পরে খেলতে নেমেও বিতর্কের মুখে পড়ে আর্জেন্টিনার ম্যাচ। খেলা শেষের দুই ঘণ্টা পরে জানা যায়, আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি অবৈধ।
একদিকে প্রথম ম্যাচে হার, পাশাপাশি গেমসে ডাকাতির ঘটনায় আর্জেন্টিনা শিবিরে চিন্তার মেঘ। তারা বিষয়টি আয়োজকদের জানিয়েছে।