শেষ আপডেট: 31st July 2024 20:55
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা ও ফ্রান্স। কাতার বিশ্বকাপের ফাইনালে সাক্ষাৎ ঘটেছিল দুই দলের। শেষ হাসি হেসেছিল মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হওয়ার পরে আরও বিতর্ক সৃষ্টি হয়। আর্জেন্টিনা ফুটবলাররা উৎসব করতে গিয়ে খোঁচা দিয়েছিলেন ফ্রান্সকে। সেটা ভালভাবে গ্রহণ করেননি ফরাসিরা।
এমনকী বিশ্বকাপ ফাইনালে জয়ের পরেও কিলিয়ান এমবাপেকে ভৎর্সনা করেছিল আর্জেন্টিনা। এবার অলিম্পিক্স ফুটবলের কোয়ার্টার ফাইনালে বদলা নিতে মরিয়া ফ্রান্স। তারা খেলছে ঘরের মাঠে। গ্যালারি ভর্তি থাকছে নীল জার্সিতে। এই মহা ম্যাচ হবে ৩ অগস্ট ভারতীয় সময়ে রাত সাড়ে বারোটায়।
ফ্রান্স গ্রুপ এ-তে নিউজিল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটে উঠেছে। আর আর্জেন্টিনা বি গ্রুপে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়ে টিকিট পেয়েছে। ফ্রান্স ফুটবলাররা প্রচারমাধ্যমকে বলেছেন, ‘‘সম্প্রতি যা ঘটেছে তা আমাদের দলের পক্ষে ভাল নয়। আর্জেন্টিনার ঔদ্ধত্যকে শেষ করতে হবে। ওরা এখন সব টুর্নামেন্টের ফাইনালে ওঠে। এবার বদলা নেওয়ার পালা।’’
২০০৮ সালে শেষবার অলিম্পিক্স চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেই দলের সদস্য ছিলেন লিওনেল মেসি। এবার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য বলতে আলভারেজ রয়েছেন। তিনি প্যারিসে জানিয়েছেন, ‘‘আমাদের এবার শুরুটা ভাল হয়নি। তারপর টুর্নামেন্টে নিজেদের মেলে ধরেছি। কাপ জয়ের সুযোগ এসে গিয়েছে, তাই পিছনে ফিরে তাকানোর মানে হয় না। আমরা সবাই প্রস্তুত প্রমাণ করার জন্য।’’