শেষ আপডেট: 24th July 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: প্যারিস অলিম্পিক্সের মূল পর্ব শুরু হতে এখনও এক দিন বাকি। তার আগে বুধবার ফুটবল ম্যাচ দিয়ে শুরু হয়েছিল অলিম্পিক্সের খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং সদ্য কোপা জয়ী আর্জেন্টিনা। তবে বিশ্বের 'অদ্ভুত ফুটবল ম্যাচ' হিসেবে নাম লিখিয়ে নিয়েছে এই ম্যাচ। ড্র করেও শেষে ম্যাচ হারতে হয়েছে মেসির দলকে।
ম্যাচের প্রায় ৭০ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। তবে সেই সময়ে তাঁদের হয়ে একটি গোল শোধ করেন জিউলিয়ানো সিমিয়নে। ২-১ ম্যাচ জিতে মরক্কো ইতিহাস তৈরি করবে বলেই ভেবেই নেওয়া হয়েছিল কিন্তু তখনই খেলার ফল হয়ে যায় ২-২। ম্যাচে ১৫ মিনিট সংযুক্তি সময় দেওয়া হয়েছিল। খেলা শেষের কিছু আগে গোল করেন মেদিনা। ব্যস, কার্যত রণক্ষেত্রের চেহারা হয়ে যায় মাঠে।
আর্জেন্টিনার সমতাসূচক গোলের পরই মাঠে একের পর এক বোতল পড়তে শুরু করে। ফুটবলারদের দিকে লক্ষ্য করে উড়ে আসে আতসবাজি। মাঠে ঢুকে পড়েন মরক্কোর সমর্থকেরা। ম্যাচ তখনও শেষ হয়নি। তাই খেলা বন্ধ হয়ে যায়। সেই খেলা শুরু হতে সময় নেয় আরও ২ ঘণ্টা। এরপরই সবথেকে বড় নাটক হয়।
নির্ধারিত সময়ের আর ২ মিনিট খেলা বাকি ছিল। তবে ২ ঘণ্টা পরে ম্যাচ শুরু হওয়ার মুখেই ভিএআর-এর মাধ্যমে আর্জেন্টিনার দ্বিতীয় গোল অফসাইড হয়েছে বলে বাতিল করে দেন রেফারি! ফলে মরক্কোর কাছে ম্যাচ হেরেই যায় আর্জেন্টিনা। অর্থাৎ, ৪ ঘণ্টার ম্যাচ, ২ ঘণ্টা পর গোল বাতিল! বিশ্ব ফুটবলের ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কিনা তা হলফ করে বলা যাবে না।
ফুটবল রাজপুত্র লিওনেল মেসিও এই বিষয়টি মেনে নিতে পারেননি। তাঁর কাছে এটি 'ইনসোলিতো' (অবিশ্বাস্য)। সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়াও দিয়েছেন তিনি।