Date : 17th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
কয়েকমাসের ব্যবধানে আবার ডোমজুরের একটি কারখানায় আগুন লাগল, ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিনশক্তির স্বার্থেই রাশিয়ার পাশে ভারত, ন্যাটো প্রধানের হুঁশিয়ারিকে পাত্তাই দিল না নয়াদিল্লিভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি সই হতে পারে সামনের সপ্তাহেই! কম দামে মিলবে হুইস্কি, ওয়াইননিকোপার্কে যুবকের মৃত্যু: পরিবারের অভিযোগ গাফিলতির, ময়নাতদন্তে হৃদরোগে মৃত্যুর ইঙ্গিতকল্যাণী স্টেডিয়ামেই হবে ডার্বি, তবে পিছল দিনমিলিয়ে মিশিয়ে হাজারের উপর নামকরণ করে ফেলেছেন মমতা, এখনও তালিকা অফুরন্ত, জানালেন নিজেইগোপালগঞ্জ: পুলিশ রিপোর্টে আ-লিগ কর্মীদের মৃত্যুর কারণ লেখা নেই, সেনাকে আড়াল করাই লক্ষ্য?আইআইটি সমাবর্তনে 'কালা চশমা' মুহূর্ত, 'কুল' ছাত্র-প্রফেসরের রসায়ন ভাইরালউত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের করিডোরে ভবঘুরের দেহ খুবলে খেল কুকুরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হবে এবারের ডুরান্ডের উদ্বোধন
Argentina Beat Canada in Copa America

মেসির রেকর্ডের ম্যাচে আর্জেন্টিনার জয়, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে মাঠ বিতর্ক

কানাডা ধারেভারে পিছিয়ে ছিল, কিন্তু তাদের লড়াই ফুটবলপ্রেমীদের তৃপ্তি দিয়েছে। আমেরিকার যে মাঠে খেলা ছিল, সেখানে দেখা গিয়েছে বড় বড় ঘাস, বল পড়ে কখনও আটকে গিয়েছে।

মেসির রেকর্ডের ম্যাচে আর্জেন্টিনার জয়, সবকিছুকে ছাপিয়ে গিয়েছে মাঠ বিতর্ক

আর্জেন্টিনার গোলের পরে উচ্ছ্বাস মেসি-মার্টিনেজদের

শেষ আপডেট: 21 June 2024 10:20

দ্য ওয়াল ব্যুরো: লিওনেল মেসি গোল পেলেন না কানাডা ম্যাচে। কিন্তু তাঁর সোনার পাস ধরে গোল করেছেন সতীর্থরা। কানাডাকে ২-০ গোলে হারানোর ম্যাচে বিশ্বজয়ীদের হয়ে গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ।

মেসি এই নিয়ে কোপা আমেরিকায় মোট ৩৫টি ম্যাচ খেললেন। এমন নজির আর কারও নেই। ৩৪টি ম্যাচ খেলেছিলেন চিলির সের্জিও লিভিংস্টোন। মেসি সারা ম্যাচে কিছু না করলেও তিনি এমনভাবে খেলছিলেন, বিপক্ষের চারজন পাঁচজন ডিফেন্ডারকে ব্যস্ত রেখেছিলেন।

কানাডা ধারেভারে পিছিয়ে ছিল, কিন্তু তাদের লড়াই ফুটবলপ্রেমীদের তৃপ্তি দিয়েছে। আমেরিকার যে মাঠে খেলা ছিল, সেখানে দেখা গিয়েছে বড় বড় ঘাস, বল পড়ে কখনও আটকে গিয়েছে। এই নিয়ে ক্ষুব্ধ মেসিদের কোচ লিওনেল স্কালোনি। তিনি ম্যাচ শেষে বলেছেন, এমন মাঠে কোপার মতো প্রতিযোগিতা হলে সেটি ফুটবলারদের পক্ষে চাপের বিষয়।

কানাডার লড়াইয়ের কারণেই ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ছিল। তারাও পালটা আক্রমণ চালিয়েছে আর্জেন্টিনা বক্সে। ম্যাচের ৪৯ মিনিটে আর্জেন্টিনার হয়ে গোল দেন আলভারেজ। মেসির ছোট্ট টোকায় বল পেলে আসল কাজ সারেন তরুণ তারকা। খেলা শেষের নির্ধারিত সময়ের দুই মিনিট আগে লাউতারো মার্টিনেজ গোল করে দলের জয় সুনিশ্চিত করেছেন। বিরতির পরেই আর্জেন্টিনা আসল মেজাজে ধরা দেয়। পুরো মাঠ জুড়ে খেলেছেন মেসিরা। তাঁদের খেলার মধ্যে পুরনো ছন্দ ধরা দেয়।  

এই ম্যাচটি হয়েছে আমেরিকার আটালান্টার মার্সেডিজ বেঞ্চ স্টেডিয়ামে। এটিতে আগে বসানো ছিল আর্টিফিশিয়াল টার্ফ। সেটির উপরে কৃত্রিমভাবে বসানো হয়েছে ঘাস। যে কারণে ফুটবলারদের দৌড়তে বিস্তর সমস্যা হয়েছে।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ম্যাচ শেষে মাঠের ঘাসের সমালোচনা করে বলেন, ‘‘আমাদের এই টুর্নামেন্টের মাঠকে আরও ভাল করতে হবে। না হলে আমরা ইউরোর থেকেও পিছিয়ে পড়ব। কানাডার মতো দলের বিপক্ষে খেলতে আমাদের মাঠের জন্য নানা সমস্যায় পড়তে হয়েছে। আমরা আরও বেশি গোলে জিততে পারতাম।’’

 অযোগ্য মাঠের জন্যই অ্যাঞ্জেল ডি’মারিয়াকে দেখা যায়, বিপক্ষ গোলমুখে পৌঁছেও বল ঘাসে আটকে যাওয়ার কারণেই শট নিতে পারেননি। সেই নিয়েও চরম প্রতিবাদ জানান গোলরক্ষক এমি মার্টিনেজ। এমনকী দলের নামী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো পর্যন্ত জানিয়ে দিয়েছেন, ‘‘মাঠের অবস্থা একদমই ভাল নয়। এমন মাঠে খেলা সকলের কাছে হতাশাজনক।’’


ভিডিও স্টোরি