দ্য ওয়াল ব্যুরো: মেসিরা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন শেষ ষোলোতেই। কিন্তু মেসিদের দেশ আছে বিশ্বকাপের ফাইনালেও। বলা ভালো আর্জেন্টিনার হাতেই নির্ভর করছে ক্রোয়েশিয়া ও ফ্রান্সের ভাগ্য। অভিজ্ঞ আর্জেন্টাইন রেফারি নেস্টর পিটানার হাতেই উঠল ফাইনালের দায়িত্ব।
বছর ৪৩-এর পিটানা পেশায় শারীরবিদ্যার শিক্ষক। ইতিমধ্যেই রুশ বিশ্বকাপে তিনি চারটি খেলা পরিচালনা করেছেন। গ্রুপ পর্বে রাশিয়া বনাম সৌদি আরব, মেক্সিকো বনাম সুইডেন, শেষ ষোলোয় ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক এবং কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে বনাম ফ্রান্স। অর্থাৎ বিশ্বকাপের শুরু এবং শেষ হতে চলেছে তাঁর হাতেই।
https://twitter.com/fifamedia/status/1017462885155590145
নরবার্তো কোয়ারেজার পর তিনি দ্বিতীয় আর্জেন্টাইন রেফারি যিনি দুটো বিশ্বকাপে খেলা পরিচালনা করেছেন। কোয়ারেজা ১৯৭০ ও ১৯৭৮ সালের বিশ্বকাপে দায়িত্ব পেয়েছিলেন। নেস্টর চলতি বিশ্বকাপ ছাড়াও ২০১৪ বিশ্বকাপেও রেফারির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও হোরাসিও এলিজন্দোর (২০০৬) পর তিনি দ্বিতীয় আর্জেন্টিনার রেফারি যিনি কোনও বিশ্বকাপের ফাইনালের দায়িত্ব পেলেন। অনুর্ধ্ব ১৭ স্তরে খেলার অভিজ্ঞতাও রয়েছে ২০১০ সালে আন্তর্জাতিক রেফারির মর্যাদা পাওয়া নেস্টর পিটানার। বিশ্বকাপ ছাড়াও ২০১৬ ব্রাজিল অলিম্পিক ও ২০১৭ কনফেডারেশন কাপের সেমি ফাইনালের দায়িত্বও পালন করেছিলেন এই অভিজ্ঞ রেফারি।
নেস্টরের ম্যাচ পরিচালনা করার পদ্ধতি অনেকটা বিখ্যাত রেফারি কোলিনার মতো। চোখ দিয়েই নিয়ন্ত্রণ করেন খেলোয়াড়দের। কঠিন পরিস্থিতেও মাথা ঠাণ্ডা রেখে সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, কোলিনা বর্তমানে রেফারি অ্যাসোসিয়েশনের সভাপতি। ফ্রান্স ও ক্রোয়েশিয়া দুই দলের বিরুদ্ধেই চলতি বিশ্বকাপে রেফারির দায়িত্ব পালন করেছেন নেস্টর। কাকতালীয়, এমন দুই দেশের খেলা পরিচালনা করার দায়িত্ব তিনি পেলেন যে দুই দেশের কাছে হেরেই বিশ্বকাপ অভিযান শেষ হয়েছিল তাঁর নিজের দেশ আর্জেন্টিনার।