শেষ আপডেট: 3rd August 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস রচনা করতে গেলে দুটি লড়াই বাকি ছিল। দীপিকা কুমারি প্যারিস অলিম্পিক্সের তিরন্দাজিতে সেমিফাইনালে যেতে ব্যর্থ হলেন। তিনি ৪-৬ গেমে হারলেন কোরিয়ার তিরন্দাজ সুইয়ন নামের কাছে।
ভারতের এই নামী তিরন্দাজ অলিম্পিক্স গেমসের শেষ আটে গিয়েছিলেন জার্মানির তিরন্দাজকে হারিয়ে। ওই ম্যাচে শুরু থেকেই দীপিকা দারুণ ফর্মে ছিলেন। তিনি বুলস আই-তে মারছিলেন বেশিরভাগ তির। এদিন শেষ চারের লড়াইয়ে প্রথম গেমে দীপিকা জেতেন ২৮-২৬ গেমে। চতুর্থ গেমে দীপিকা পিছিয়ে পড়েন দুই পয়েন্টে। সেটাই পার্থক্য হয়ে গিয়েছে। শেষ গেমে তাঁর শট বুলস আইয়ের অনেক বাইরে ছিল। তিনি তবুও চেষ্টা করেছেন। হারলেও তিনি তৃপ্ত ছিলেন নিজের ছন্দে। তাঁর কোচ পূর্ণিমা মাহাতো তাঁকে উদীপ্ত করছিলেন।
দীপিকার সঙ্গে একই ইভেন্টে লড়াইতে ছিলেন ভারতের ভজন কাউর। কিন্তু তিনি আগেই লড়াই থেকে বাতিল হয়ে যান। একা লড়ছিলেন দীপিকা। তিনি বহু যুদ্ধের নায়িকা। তবুও পারলেন না বাংলার বধূ।
বাংলার বউ দীপিকার সামনের লড়াই আরও কঠিন হবে, জানাই ছিল। তিরন্দাজদের ক্ষেত্রে হাওয়া একটা বড় সমস্যা। সেইসময় হাওয়া বইলে তিরন্দাজদের কৌশল কী হয়, সেটাই আসল। তবে দীপিকা অভিজ্ঞ তিরন্দাজ। তাঁর নামে বলা হয়েছিল, তিনি অভিজ্ঞ হলেও তাঁর রিফ্লেক্স কমে গিয়েছে। সেই কারণেই দীপিকার কাছে জবাব দেওয়ার ব্যাপার ছিল। কিন্তু তিনি এবারও পদকের স্পর্শ পেলেন না।
তিনি তিরন্দাজ বিশ্বকাপ জিতেছেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপেও পদক পেয়েছেন। কিন্তু অলিম্পিক্সের পদক সবদিক থেকে আলাদা। তাই এই প্যারিস অলিম্পিক্স তাঁর কাছে মহা গুরুত্বপূর্ণ। বাংলার নামী তিরন্দাজ রাহুল বন্দ্যোপাধ্যায়ও জানালেন, দীপিকার পদক জয় এবার হাই টাইম। এবারই জিততে হবে। পরেরবার দীপিকা লড়ার সুযোগ পাবে না। রাহুলের স্বপ্ন পূরণ হল না, সঙ্গে দীপিকারও।