Latest News

লাইসেন্সিংয়ের জন্য আবেদন ইস্টবেঙ্গলের, মাঠে প্রাক্তনদের ঢল, প্রস্তুতি দেখলেন ক্রীড়ামন্ত্রীও

দ্য ওয়াল ব্যুরো: জোরকদমে মাঠে নেমে পড়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে চুক্তি হওয়ার পরে কাজে গতি এসেছে লাল হলুদের। শুক্রবার আইএফএ-তে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, তারা ইমামি ইস্টবেঙ্গল নামেই লিগে খেলতে চায়। পাশাপাশি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকেও ইমেল করে লাইসেন্সিংয়ের জন্য আবেদন করা হয়।

আইএসএলে খেলতে গেলে কোম্পানি অ্যাক্টে নাম নথিভুক্ত করতে হয়। সেই হিসেবেই ইমামি ইস্টবেঙ্গল নামে নাম গিয়েছে। আইএসএলে ইস্টবেঙ্গল খেলবে নিজেদের নামেই। সেই হিসেবে আর কোনওরকম বিভ্রান্তি চান না কর্তারা।

নজিরবিহীন ঘটনা, ম্যাচ চলছে কুস্তির, ফাঁকা করে দেওয়া হল গেমসের গ্যালারি

লিগের জন্য লাল হলুদের মাঠে নিবিড় প্রস্তুতি চলছে ব্রিটিশ কোচ স্টিফেন কনস্টানটাইনের দেখভালে। সহকারী হিসেবে রয়েছেন কেরলের সন্তোষ ট্রফি জয়ী কোচ বিনু জর্জ। মাঠে আসেন দলের প্রাক্তন তারকারা, সেই তালিকায় ছিলেন রহিম নবি, অনীত ঘোষ ও দেবজিৎ ঘোষরা।

এমনকি স্টিফেনের প্র্যাকটিস দেখতে আসেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। তিনি আইএফএ-র দূর হিসেবে ইস্টবেঙ্গলকে লিগে খেলার আমন্ত্রন জানিয়েছেন। তার আগে ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলবে লাল হলুদ দল ২২ অগস্ট। এদিন আবার পাঞ্জাব এফসি থেকে আসা সুমিত পাসিকে সই করিয়েছে তারা। বিদেশী তারকার খোঁজ চলছে।

You might also like