আনোয়ার আলিকে এবারও খেলাতে মরিয়া মোহনবাগান।
শেষ আপডেট: 12th July 2024 20:10
দ্য ওয়াল ব্যুরো: বহুদিন পরে ভারতীয় ফুটবলে বড় বিতর্ক। অস্ট্রেলিয়ান প্রাক্তন তারকা টোলগে ওজবের ময়দানি কাজিয়ার পরে ফের আরও একটি বিতর্ক হাজির। টোলগে মোহনবাগান থেকে টোকেন নিয়ে ইস্টবেঙ্গল থেকে অর্থ নিয়েছিলেন। শেষমেশ সেই বাজি জিতেছিল সবুজ মেরুন ক্লাব। টোলগে সেবার মোহনবাগানের হয়েই খেলেছিলেন।
এবার আনোয়ার আলি বিতর্কেও শেষমেশ মোহনবাগানই টেক্কা দিতে পারে। কারণ ফেডারেশন সূত্রে শুক্রবার দুপুরে যে আপডেট এসেছে, তাতে পরিষ্কার বলা হয়েছে, ফিফার যে নিয়ম রয়েছে, তাতে একবছরের বেশি কোনও ফুটবলারকে খেলানো যায় না। সেই নিয়ম ভারতে প্রযোজ্য হতে আরও তিনবছর লাগবে। যেহেতু আনোয়ারের সঙ্গে মোহনবাগানের লোন চুক্তি ২০২৪ সালের জানুয়ারির আগে হয়েছে, তাই মোহনবাগান আরও তিনবছর তাঁকে খেলাতে পারবে। এই নিয়মের কথাই বলেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আধিকারিকরা।
ইস্টবেঙ্গলে তখনই আনোয়ার খেলতে পারবেন যদি তাঁকে রিলিজ অর্ডার দেয় মোহনবাগান। এবার পুরো বল মোহনবাগানের কোর্টে। সবুজ মেরুন কর্তারা গতকাল পর্যন্ত এই বিষয়ে তেমন উচ্চবাচ্য করেননি। তাঁরা যে মর্যাদার লড়াইয়ের জন্য নিভৃতে তৈরি হচ্ছিলেন, সেটি স্পষ্ট হয়ে গিয়েছে।
শুধু তাই নয়, দেশের নামী সেন্টার ব্যাককে মোহনবাগান এবারও খেলাতে এতটাই বদ্ধপরিকর যে তারা কলকাতা লিগেও এদিন নাম নথিভুক্ত করিয়েছে। শনিবার কি ডার্বি ম্যাচে মোহনবাগানের হয়ে খেলবেন আনোয়ার? সেই জল্পনাও শুরু হয়ে গিয়েছে।
সবথেকে বড় কথা, বৃহস্পতিবার ইস্টবেঙ্গল সূত্রে জানানো হয়, তারা পাঁচবছরের চুক্তিতে আনোয়ারকে সই করিয়েছে। এমনকী এও জানা যায়, দিল্লিতে লাল হলুদের এক কর্তা গিয়ে পুরো বিষয়টি জেনে এসেছিলেন। বড় বিতর্ক সৃষ্টি করেন দিল্লি এফসি-র কর্ণধার রঞ্জিত বাজাজ। তিনি টুইট করেছিলেন, ফিফা নিয়মে রয়েছে, একবছরের বেশি কোনও ফুটবলারকে লোনে খেলানো যায় না। দ্বিতীয় বছর খেলাতে হলে সেটি রিনিউ করাতে হয়। কিন্তু আনোয়ারের সঙ্গে সেটি মোহনবাগান না করায় তিনি ফ্রি ফুটবলার। এবার যে কোনও দলে খেলতে পারেন আনোয়ার। তখনই জানা যায়, ইস্টবেঙ্গল সবদিক খতিয়ে দেখেই আনোয়ারকে আগামী মরশুমের জন্য সই করিয়েছে। এখন যা পরিস্থিতি, মোহনবাগান আনোয়ারকে ছাড়বে না। তারা এই লড়াই জিততেও মরিয়া।
এমনকী মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ১৯ জুলাই তাদের দলের প্র্যাকটিসে আনোয়ারকে যোগ দিতে বলেছে। সেদিন যদি এই নামী ডিফেন্ডার না যোগ দেন, সেক্ষেত্রে তাঁকে প্রথম শোকজ, জবাব না দিলে সাসপেন্ড করা হতে পারে। কোনও সাসপেন্ড ফুটবলার নতুন কোনও দলে যোগ দিতে পারেন না। তাই সব আঁটঘাট বেধেই তৈরি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ।