শেষ আপডেট: 11th July 2024 21:05
দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগানের সেন্টার ব্যাক আনোয়ার আলির সঙ্গে পাঁচবছরের চুক্তি হয়ে গিয়েছে ইস্টবেঙ্গলের। দলবদলে এটাই বড় চমক। যদিও ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে অন্য কথা। ফুটবলমহলের ধারণা, এত সহজে লাল হলুদের সংসারে যোগ দিতে পারবেন না আনোয়ার। তাঁকে এই নিয়ে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সামনে বসতে হবে।
বৃহস্পতিবার দুপুর থেকেই ময়দানে প্রবল জল্পনা শুরু হয়ে যায়। বলা হয়, আনোয়ারকে পাঁচবছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছেন লাল হলুদ কর্তারা। কিন্তু মোহনবাগান শিবির এই বিষয়ে নিরুত্তাপ। সচিব দেবাশিস দত্ত পুরী থেকে ফোনে জানালেন, আমি ছুটিতে রয়েছি, কলকাতায় ফিরে এই নিয়ে ভাবব!
আনোয়ারের বিষয়টি জটিল একটাই কারণে, তিনি দিল্লি এফসি থেকে চারবছরের লোনে এসেছিলেন মোহনবাগানে। কিন্তু এএফসি কিংবা ফিফার নিয়মে রয়েছে, লোন সবসময় একবছরের হয়। চারবছর কেউ নিলে সেটি লোন থাকে না, তাই আনোয়ার এখন ফ্রি ফুটবলার। তাই তিনি ইচ্ছে করলে যে কোনও ক্লাবে সই করতে পারবেন।
সেই নিয়ম দেখেই ইস্টবেঙ্গল আসল কাজ সেরে ফেলেছে, সেটাই জানিয়েছে ময়দানের একাংশ। আনোয়ার সম্পর্কে বলা হচ্ছে, ইস্টবেঙ্গলের কোনও আইনি সমস্যা হবে না। কারণ আনোয়ারই স্বেচ্ছায় লাল হলুদে যোগ দিয়েছেন বলে খবর।
ফিফার নিয়মেও রয়েছে, আনোয়ার দুই বছরের জন্য লোনেই এফসি গোয়াতেও গিয়েছিলেন। তাদের ক্ষেত্রে নিয়ম যদি এক হয়, তা হলে ইস্টবেঙ্গল কি দোষ করল? প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে যিনি রয়েছেন, সেই আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কিছু বলতে চাননি। তিনি বলেছেন, কমিটিই শেষ সিদ্ধান্ত নেবে।
এখন দেখার বিষয়, লোনে প্রতিবছর রিনিউ করার বিষয়টি কতটা প্রাসঙ্গিক। তখন দেখা হবে টার্মিশন ক্লজ কিংবা এক্সিট ক্লজ বলে কিছু রয়েছে কিনা।