শেষ আপডেট: 11th August 2024 23:59
দ্য ওয়াল ব্যুরো: আনোয়ার আলি চলে এলেন কলকাতায়। রবিবার রাতে ১১টা নাগাদ তিনি দমদম বিমানবন্দরে নামেন। সেইসময়ও কাতারে কাতারে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় দেখা গিয়েছে। ক্লাবের কর্তারাও ছিলেন। আনোয়ারকে পরিয়ে দেওয়া হয় লাল হলুদ উত্তরীয়। আনোয়ারকে বিমানবন্দরে সামলাতে পুলিশও মোতায়েন করা হয়েছিল।
মোহনবাগান এই নামী সেন্ট্রাল ডিফেন্ডারকে আর আটকাতে পারবে না। আনোয়ার এখন যে কোনও ক্লাবে সই করতে পারবেন। সোমবার থেকে ইস্টবেঙ্গলের অনুশীলনে যোগ দেবেন এই বিতর্কিত ডিফেন্ডার। তবে তিনি এখনই লাল হলুদ জার্সি পরে মাঠে নামবেন না। কারণ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির বৈঠক রয়েছে ২২ অগস্ট। তার আগে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কর্তাদের ডাকা হয়েছে তাঁদের বক্তব্যের জন্য।
The craze for Anwar Ali is unreal. pic.twitter.com/Ok6szQ9xnd
— Hari (@Harii33) August 11, 2024
There was a large crowd, and since the player's safety is of the first importance, he had to exit through a separate gate. Anwar Ali's footage is available here.#EBBU #JoyEastBengal pic.twitter.com/zaq8hiXcjj
— EBBU - East Bengal Bangal United (@ebbu1920) August 11, 2024
আনোয়ার ইতিমধ্যেই ফেডারশনকে জানিয়ে দিয়েছেন, তিনি আর মোহনবাগানে খেলতে রাজি নন। তাঁর পছন্দের ক্লাব ইস্টবেঙ্গলই। তবে আনোয়ারকে জরিমানা দিতে হবে মোহনবাগানকে। সেই জরিমানার পরিমাণ কত, সেটি ওই দিল্লির বৈঠকে স্থির হবে।