
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে গাভাস্কার-বর্ডার ট্রফি। সেই সিরিজে রানের পাহাড় গড়তে মরিয়া বিরাট কোহলি (Virat Kohli)। তার আগেই স্ত্রী-কন্যা নিয়ে পাহাড় চড়তে চলে গিয়েছেন তিনি। মেয়ে ভামিকাকে সঙ্গে নিয়ে ঋষিকেশের (Rishikesh) পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন বিরাট এবং অনুষ্কা (Anushka Sharma)।
সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ‘বিরুষ্কা’। সেখানে কোনও ছবিতে দেখা যাচ্ছে কোলে তুলে মেয়েকে কখনও পাহড়ি নদীর উপর দোল খাওয়াচ্ছেন, আবার কখনও কাঁধে চাপিয়ে পাহাড় চড়ছেন। পোস্ট করার পর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে ছবিগুলি।
পরিবারকে নিয়ে এই মুহূর্তে অখণ্ড অবসরে বিরাট। উত্তরাখণ্ডে ঋষিকেশের পাহাড়ে, আশ্রমে ঘুরে বেড়াচ্ছেন। মঙ্গলবার সেখানকার স্বামী দয়ানন্দ গিরি আশ্রমে সময় কাটাতে দেখা গিয়েছিল এই সেলিব্রেটি দম্পতিকে। এরপর বুধবার তাঁরা ট্রেকিংয়ের ছবি পোস্ট করেন।
উল্লেখ্য, আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা এই সিরিজ নিয়ে রীতিমতো ফুটছে টিম ইন্ডিয়া। প্যাট কামিন্স-জশ হ্যাজেলউডদের মোকাবিলার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। তবে এসব থেকে বহুদূরে শান্ত পরিবেশে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন দলের মহাতারকা। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ঝড়ের আগে আকাশ যেভাবে গুম হয়ে যায়, কোহলিও এখন ঠিক সেই পরিস্থিতিতেই আছেন। এখন দেখার বাইশ গজে নেমে কেমন ঝড় তোলেন বিরাট!
গুলমার্গে তুষার ধসে তলিয়ে গেলেন পোল্যান্ডের দুই পর্যটক! ক্যামেরায় ধরা পড়ল ভয়ঙ্কর ছবি