শেষ আপডেট: 3rd October 2023 19:39
দ্য ওয়াল ব্যুরো: নীরজ চোপড়া এশিয়ান গেমসে নামার আগেই অন্নু রানি দেশকে জ্যাভলিনে সোনা এনে দিলেন। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভারত মঙ্গলবার গেমসে দুটি সোনা অর্জন করেছে।
৫০০০ মিটার দৌড়ে পারুল চৌধরী সোনা জেতার পরেই ভারতীয় শিবিরে খুশির আমেজ। জ্যাভলিনে সোনা এনে দিলেন অন্নু। ৬২.৯২ মিটার ছুড়ে তিনি প্রথম হয়েছেন।
মহিলাদের জ্যাভলিনে সোনা জয়ের বিষয়ে ফেভারিট ছিলেন শ্রীলঙ্কার নাদিশা দিলশান। তাঁকে চতুর্থ থ্রোয়ে হারিয়ে দিয়েছেন ভারতের অন্নু। ওই থ্রো-ই সেরা স্কোর হিসেবে থেকে গিয়েছে।
World is watching #GirlPower of India.
— Sunaina Bhola (@sunaina_bhola) October 3, 2023
Annu Rani wins #Gold no 15 for us at #AsianGames2023
Proud Moment..????????????????????????#IndiaAtAsianGames #AnnuRani #javelin #eathquake #TejRAn #RaviTeja #IsBaar100Paar WhatsApp pic.twitter.com/PpuQT2vcRD
মিরাটের বাহাদুরপুরের ৩১ বছরের এই জ্যাভলিন থ্রোয়ারের ভাই উপেন্দ্রও দেশের নামী এক জ্যাভলিন থ্রোয়ার। ছোটবেলায় ভাল ক্রিকেট খেলতেন অন্নু। ১৮ বছর বয়সে প্রথম জ্যাভলিনে রেকর্ড গড়েন। অন্নুর সেরা থ্রো ৬৩.২৪ মিটার।
একটা সময় বাঁশ দিয়ে বর্শা বানিয়ে থ্রো করতেন অন্নু। সেই শুরু, তারপর জাতীয় স্তরে বহুবার সোনা জিতেছেন। গতবার টোকিও অলিম্পিকেও অন্নু নেমে সেরা থ্রো করেও পদক আনতে পারেননি। এশিয়ান গেমসে অবশ্য তাঁর সোনা জিততে খুব একটা অসুবিধে হয়নি।
এর আগে কমনওয়েলথ গেমসে দু’বার ব্রোঞ্জ জিতেছিলেন অন্নু। এশিয়ান গেমসেও তৃতীয় হয়েছিলেন। কিন্তু কোচ হওয়ার পরে নিজেও জ্যাভলিনের ত্রুটি আরও ভাল বুঝতে পারতেন। সেটাই কাজ দিয়েছে, সেটাই বোঝা গিয়েছে চিনের মাটিতে।