Date : 13th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
নাবালিকা ছাত্রীকে হোয়াটসঅ্যাপে অশ্লীল মেসেজ, কাঠগড়ায় ক্যানিং স্কুলের প্রধানশিক্ষকসীমান্তে অনুপ্রবেশ রুখতে কাঁটাতারের দাবি, জমি দিতে প্রস্তুত গ্রামবাসীরাভিনরাজ্যে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে পথে নামছেন মুখ্যমন্ত্রী, ১৬ জুলাই তৃণমূলের মহামিছিলহাসিনা ও তাঁর সন্তানদের নামে অপপ্রচার চালাচ্ছে ইউনুস সরকার, অভিযোগ কাদেরেরকথায় কথায় ‘বাংলাদেশ যাও’, কিছু বিজেপি নেতা বড্ড বাড়াবাড়ি করছেন, তাঁরা বাঙালিকে চেনেন নাকামব্যাকের বিষয়ে আগরকরের সঙ্গে কথা বলতে চেয়েও সাড়া পাননি রাহানেবিহারে ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের ছড়াছড়ি!বাংলা ছবির অভিভাবক ছবি বিশ্বাস, জন্মদিনে ফিরে দেখা কিংবদন্তির সফরমারাঠি না বলায় পালঘরে মারধর অটোচালককে, প্রকাশ্যে ক্ষমা চাওয়ালেন শিবসেনা ও এমএনএস কর্মীরাআবার বিশ্বমঞ্চে বিমল রায়ের ‘দো বিঘা জমিন’, ভেনিস উৎসবে বিশেষ স্ক্রিনিং
Animesh Kujur Becomes India’s Fastest Sprinter

গ্রিসের টুর্নামেন্টে রেকর্ড গড়ে দেশের দ্রুততম দৌড়বিদ অনিমেষ কুজুর! পোল্যান্ডে নজির আফসলের

গ্রিসের রাজধানী এথেন্সের ভারি শহরে আয়োজিত ড্রোমিয়া ইন্টারন্যাশনাল স্প্রিন্ট অ্যান্ড রিলেস মিটে ২২ বছর বয়সী স্প্রিন্টার অনিমেষ কুজুর ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

গ্রিসের টুর্নামেন্টে রেকর্ড গড়ে দেশের দ্রুততম দৌড়বিদ অনিমেষ কুজুর! পোল্যান্ডে নজির আফসলের

অনিমেষ কুজুর

শেষ আপডেট: 6 July 2025 10:05

দ্য ওয়াল ব্যুরো: ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে শনিবারটা নজির গড়ার দিন হয়ে থাকল। একদিনে ভাঙল দু-দুটো জাতীয় রেকর্ড। গ্রিসে অনিমেষ কুজুর ও পোল্যান্ডে মোহাম্মদ আফসাল—দুজনেই নিজেদের ইভেন্টে ইতিহাস লিখলেন।

গ্রিসের রাজধানী এথেন্সের ভারি শহরে আয়োজিত ড্রোমিয়া ইন্টারন্যাশনাল স্প্রিন্ট অ্যান্ড রিলেস মিটে ২২ বছর বয়সী স্প্রিন্টার অনিমেষ কুজুর ১০০ মিটারে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন। দ্বিতীয় হিটে তিনি সময় নিয়েছেন ১০.১৮ সেকেন্ড। আগের রেকর্ডটি ছিল পাঞ্জাবের গুরিন্দরবীর সিংয়ের, যিনি ২০২১ সালে ১০.২০ সেকেন্ড সময় নেন। সেই সাফল্য চার বছরের মাথায় অনিমেষ এক ধাক্কায় ভেঙে দিলেন।

এই রেসে গ্রিসের সোটিরিওস গারাগানিস (১০.২৩ সেকেন্ড) এবং ফিনল্যান্ডের সামুলি স্যামুয়েলসন (১০.২৮ সেকেন্ড) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন। ওয়ার্ল্ড অ্যাথলেটিকস কন্টিনেন্টাল ট্যুরের ‘সিলভার লেবেল’ ক্যাটেগরির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এহেন সাফল্য যথেষ্ট শ্লাঘনীয়।

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতে অনিমেষ ২০০ মিটারেও রেকর্ড গড়েছিলেন। মে মাসে দক্ষিণ কোরিয়ার এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ২০.৩২ সেকেন্ডে নিজের আগের রেকর্ড (২০.৪০ সেকেন্ড) ভেঙে দেন। এই বছরই, ভারতীয় ফেডারেশন কাপে ২০.৪০ সেকেন্ডে রেস খতম করেন অনিমেষ।

অন্যদিকে শনিবার অন্য ভূখণ্ড পোল্যান্ড থেকে আরও এক সাফল্যের খবর আসে। আনেন এশিয়ান গেমস রুপোজয়ী মোহাম্মদ আফসাল। যিনি ৮০০ মিটারে দেশের ইতিহাসে প্রথম অ্যাথলেট হিসেবে ১ মিনিট ৪৫ সেকেন্ডের নিচে দৌড় শেষ করেছেন। পোজনানে ‘মেমোরিয়াল চেসওয়াওয়া সিবুলস্কিয়েগো’ মিটে আফসাল সময় নেন: ১:৪৪.৯৬ মিনিট। তিনি হিটে ছ’নম্বরে ছিলেন।

বস্তুত, মাত্র দুই মাস আগে নিজের আগের সেরা সময়ে (১:৪৫.৬১) জিনসন জনসনের সাত বছরের পুরোনো জাতীয় রেকর্ড ভেঙেছিলেন আফসাল। জনসনের রেস খতম করার রেকর্ড সময় ছিল ১:৪৫.৬৫, গড়েছিলেন ২০১৮ সালে।

এই দৌড়ে প্রথম তিন স্থান দখল করে নেন পোল্যান্ডের তিন দৌড়বিদ—মেসেই ভিদেরকা (১:৪৪.২৩), ফিলিপ অস্ট্রোস্কি (১:৪৪.২৫) ও প্যাট্রিক সিয়েরাজকি (১:৪৪.৫৬)। প্রত্যেকে নিজেদের ব্যক্তিগত সেরা সময়ে রেকর্ড স্থাপন করেন।


ভিডিও স্টোরি