মেরিন ড্রাইভের নাম মানব সাগর।
শেষ আপডেট: 5th July 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের পাশে মানব সাগর।
এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল বুহন বাহিয়া, বানিজ্য নগরী। মুম্বইকে কোথাও যেন মনে হয়েছে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্স, কিংবা ব্রাজিলের রিও ডি জেনেইরো। কাতার বিশ্বকাপে মেসিদের খেতাব জয়ের পরে বুয়েনস আয়ার্সে দেখা গিয়েছিল নীল সমুদ্র। সকল মানুষের পরনে ছিল জাতীয় দলের নীল জার্সি।
কী আশ্চর্য! ভারতীয় দলের জার্সির রংও নীল। বৃহস্পতিবার দিল্লি ছুঁয়ে যখন বিশ্বজয়ীরা মুম্বইয়ে পা রাখলেন, সেইসময়ই বোঝা গিয়েছিল ঐতিহাসিক কিছু ঘটতে চলেছে। এর আগে ২০১১ সালেও ধোনির দল এই শহরেই ওয়ান ডে বিশ্বকাপ জিতেছিল, সেবারও এমনটা হয়নি। সেবার ২৮ বছর পরে ভারত ওয়ান ডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল।
এবার পরিস্থিতি সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। নরিম্যান পয়েন্ট থেকে মেরিন ড্রাইভ পর্যন্ত কালো মাথার সারি। পুরো মুম্বই স্তব্ধ হয়ে গিয়েছে। বহু মানুষ ভিড়ে অসুস্থ হয়ে গিয়েছেন। বহু গাড়িরও ক্ষতি হয়েছে।
Kya baat keh di sir ????❤️ https://t.co/cVPZ6idyIQ
— Surya Kumar Yadav (@surya_14kumar) July 4, 2024
মুম্বইয়ের মেরিন ড্রাইভের চিত্র দেখে ভারতের বড় শিল্পপতি আনন্দ মাহীন্দ্রা এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘মেরিন ড্রাইভকে আর রানির নেকলেস বলা যাবে না, আরও ভাল করে বললে জানানো হবে, মুম্বই জাদু কা ঝাপ্পি ফের খুলল!’’ যা দেখে ভারতীয় দলের স্কাই (সূর্যকুমারকে এই নামে ডাকা হয়) প্রতিক্রিয়া দিয়েছেন, ‘‘ক্যায়া বাত ক্যাহে দি স্যার! কী বলে দিলেন স্যার।’’
শুধু মেরিন ড্রাইভে জনসমুদ্র দেখা যায়নি, বরং ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান দেখতে এসেছিলেন লাখো দর্শক। এমনিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে দর্শক হয় ৬০ হাজার, কিন্তু দর্শকাসনের বেশি মানুষ বৃহস্পতি রাতে রোহিতদের সংবর্ধনা অনুষ্ঠান দেখেছেন। রোহিত, কোহলি, হার্দিকদের ভাঙরা নাচে মোহিত হয়েছে সকলেই। বোর্ড ভারতীয় দলকে পুরস্কার অর্থমূল্য দিয়েছে ১২৫ কোটি টাকা। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক বলেছেন, আমরা এই বিশ্বসেরার ট্রফি সমগ্র ভারতবাসীকে উৎসর্গ করলাম। এই কথা বলার সময় গগনভেদী চিৎকারে মানুষ সাধুবাদ জানিয়েছেন বিশ্বসেরা দলের সদস্যদের।