শেষ আপডেট: 5th August 2024 15:33
দ্য ওয়াল ব্যুরো: অলিম্পিক্স হকিতে তুমুল বিতর্ক। গ্রেট ব্রিটেনকে হারিয়ে ভারতীয় দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। মঙ্গলবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে হরমনপ্রীত সিংরা জার্মানির বিরুদ্ধে খেলবে। কিন্তু তার আগে ভারতীয় শিবির ক্ষুব্ধ অমিত রুইদাসকে লাল কার্ড দেখানো নিয়ে। ব্রিটেনের বিরুদ্ধে ম্যাচে কার্ড দেখানো হয়েছে ভারতীয় দলের রক্ষণভাগের স্তম্ভকে। যে কারণে জার্মানি ম্যাচে খেলতে পারবেন না অমিত।
গত ম্যাচে দেখা গিয়েছে রুইদাসকে লাল কার্ডের নির্দেশ দিয়েছেন টিভি আম্পায়ার বেঞ্জামিন গোয়েন্টজেন। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারের সময় এই ঘটনা ঘটেছে। টিভি রিপ্লেতে দেখা যায়, বল দখলের লড়াইয়ের সময় রুইদাসের স্টিক বিপক্ষ তারকার মাথায় লাগে। ফিল্ড আম্পায়ার প্রথমে কার্ড না দেখালেও টিভি আম্পায়ার তাঁকে বিষয়টি বলেন। সেইসময় লাল কার্ড দেখান ফিল্ড আম্পায়ার। এই ঘটনা নিয়ে ভারতীয় শিবির আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অভিযোগ জানিয়েছে। তারা তদন্তের দাবি তুলেছে।
পাশাপাশি গ্রেট ব্রিটেনের গোলরক্ষক টাইব্রেকারের সময় ভিডিও ট্যাব ব্যবহার করেছেন। দেখা গিয়েছে, টাইব্রেকার শটের আগে ব্রিটেনের গোলরক্ষক সেটি দেখছেন। তাঁকে আবার গোলপোস্টের পিছন থেকে সেই দলের কোচ নির্দেশ দিচ্ছিলেন।
ম্যাচের ৬০ মিনিটের লড়াই শেষ হয় ১-১ গোলে। শুট আউটে ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত, সুখজিৎ সিং, ললিত উপাধ্যায় ও রাজকুমার পাল। ব্রিটেনের হয়ে গোল করেন জেমস অ্যালবেরি, জ্যাক ওয়ালস। ব্যর্থ হন কোনর উইলিয়ামসন এবং ফিলিপ রোপার। ভারতীয় দল সেখানেই বাজিমাত করে।