কুস্তিগির আমন শেরওয়াত।
শেষ আপডেট: 8th August 2024 22:14
দা ওয়াল ব্যুরো: সোনা এল না কুস্তিতে এবারও। ভারতের আমনকে নিয়ে আশা ছিল। কিন্তু তিনি এদিন রাতের ম্যাচে জাপানের হিগুচির কাছে ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ১০-০ তে হেরে তিনি সোনার পদক জয় থেকে ছিটকে গেলেন। শুক্রবার তিনি গেমসে ব্রোঞ্জ পদক জয়ের জন্য লড়বেন।
ভিনেশ ফোগত, মীরাবাই চানুর পদক হারানোর পরে ভারতের পক্ষে আশা বাড়িয়েছিলেন কুস্তিগির আমন শেরওয়াত। তিনি বৃহস্পতিবারই কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন ২০২২ সালের কুস্তির বিশ্বসেরা আলবানিয়ার জেলিমখান আবাকারভকে। দাপটে সেমিতে গিয়েছিলেন আমন। তিনি ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে জিতেছেন।
চলতি গেমসে আমন দারুণ ছন্দে রয়েছেন। তিনি প্রতি ম্যাচেই বিপক্ষকে কাবু করে দিয়েছেন সহজেই। কুস্তিতে এই মুহূর্তে ভিনেশ ফোগতের বিষয় নিয়ে এতটাই চর্চা চলছে যে, বাকি অ্যাথলিটদের পারফরম্যান্স নিয়ে তেমন আলোচনা হচ্ছে না। ভিনেশের বিষয়টি নিয়ে অবশ্য ভারতের নামী আইনজীবীরা সওয়াল করবেন।
আমন যাঁর বিরুদ্ধে সেমির জন্য খেলেছেন এদিন, জাপানের প্রতিযোগী আবার রিও অলিম্পিক্সে রুপো পেয়েছিলেন। খেলায় আমন শুরুতেই ৩-০ লিড নিয়ে নিয়েছিলেন। তিনি এতটাই মুন্সিয়ানা দেখিয়েছেন, বিপক্ষ কোনওরকম প্রতিরোধ গড়ে তুলতে পারেননি।
আমন এবার যখন ট্রায়ালে নির্বাচিত হন, সেইসময় বজরং পুনিয়ারা ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলন চালাচ্ছিলেন। বজরংদের সঙ্গে বিক্ষোভে ছিলেন আমনও। তিনি অবশ্য নিজের প্রস্তুতিও ভালরকমভাবে চালিয়ে গিয়েছিলেন। তারই সুফল পাচ্ছেন আমন। তিনি সোনা হারালেও একটা পদক দেশের জন্য আনতেই পারেন।