অক্ষর প্যাটেল
শেষ আপডেট: 3rd March 2025 15:38
দ্য ওয়াল ব্যুরো: ছিলেন স্পিনার। হলেন অলরাউন্ডার (Allrounder)। আর এই নতুন ভূমিকায় তিনি যথেষ্ট স্বচ্ছন্দ। গ্রুপ স্তরের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) হারানোর অন্যতম কাণ্ডারী অক্ষর প্যাটেলের (Axar Patel) কথায় উঠে এল পর্দার আড়ালের অজানা কাহিনি।
সাদা বলের ক্রিকেটে এভাবে ব্যাটিং অর্ডারের উপরে উঠে আসা, উইকেট পড়ে গেলে দলের হাল সামলানো, পাশাপাশি বল হাতেও উইকেট দখল—অক্ষর জানিয়েছেন তাঁর উত্থানের নেপথ্যে রয়েছে আত্মবিশ্বাস। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪২ রান করেন তিনি। বল হাতেও তুলে নেন এক উইকেট। আউট করেন ভয়ংকর কেন উইলিয়ামসনকে।
যদিও এভাবে আলরাউন্ডার হিসেবে খবরের শিরোনামে উঠে আসা যে একদিনে সম্ভব হয়নি, একথা খোলা গলায় স্বীকার করেছেন অক্ষর। তিনি বলেন, ‘শুরুতে কোনওকিছুই ঠিকমতো কাজ করছিল না। এর ফলে মাথায় ঘুরত, আমি আমার প্রতিভার সুবিচার করতে পারিনি। ফলে আমার প্রতিভা আছে জেনেও নিজেই নিজের উপর চাপ বড়াচ্ছিলাম।‘
আত্মবিশ্বাসই যে আসল হাতিয়ার—এটা অল্প দিনেই বুঝে যান অক্ষর। আর এজন্য একটি বিশেষ সফর ও একটি বিশেষ ম্যাচকে কৃতিত্ব দিয়েছেন তিনি। অক্ষরের দাবি, তিন বছর আগে, ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে যাওয়ার পর বার্বোডোজের একটি ম্যাচে মাত্র ৩৫ বলে ৬৪ রান হাঁকিয়েছিলেন। যার সুবাদে ৩১২ রানের টার্গেট হাসিল করে টিম ইন্ডিয়া। অনেক নীচে ব্যাট করতে নামা অক্ষরের ওই ইনিংসের সুবাদে বিরাটরা ওই ম্যাচ জিতে নেন। এতদিন বাদে অক্ষর খোলসা করেছেন, ওই পারফরম্যান্সই তাঁর আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
অক্ষর বলেন, ‘সেদিনের পর বুঝে যাই, আমিও ম্যাচ শেষ করতে পারি। আর একবার সেই আত্মবিশ্বাস অর্জনের পর আমার সামনে অন্যকে আর কিছু দেখানোর ছিল না।‘
একদা টেলএন্ডার ইদানীং ৫ নম্বরে ব্যাট করতে আসছেন। এই ভূমিকা বদলের ফলে ব্যাটিংয়ের ধরন ও কৌশলও পাল্টে ফেলেছেন অক্ষর। বলেন, ‘আগে আমায় পরিস্থিতি বুঝে খেলতে হত। এখন আমার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। আগে আমি ব্যাট করতে নেমে তাড়াতাড়ি রান করার চেষ্টা করতাম। আজ আমি জানি, আমার পরেও অনেকে ব্যাট করতে আসবে। ফলে নিজের মতো খেলে যাই।‘