শেষ আপডেট: 15th February 2025 21:18
দ্য ওয়াল ব্যুরো: কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আপাতত একটাই গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। মোহনবাগান-মোহনবাগান। আর শোনা যাবেই বা না কেন? আপাতত মেরিনার্সরা ৩-০ গোলে এগিয়ে রয়েছে। ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেছিলেন জেমি ম্যাকলারেন। আর দ্বিতীয়ার্ধে বাগানের হ্যাটট্রিক পূর্ণ করলেন অ্যালবার্তো রডরিগস।
ম্যাচের ৬৬ মিনিটে আসে বাগানের তৃতীয় গোলটি। তবে এই গোলের জন্য যে দায়ী কেরালার ডিফেন্স, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। বক্সের মধ্যে প্রথম শটটা ব্লক করা হলেও, বলটা তারা ঠিকমতো ক্লিয়ার করতে পারেনি। আর এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন রডরিগস। বলটা তাঁর পায়ের কাছে আসতেই বাঁ-পায়ে একটি আগুন শট মারলেন। বলটা কার্যত কামান গোলার মতো কেরালার জালে আছড়ে পড়ল। সঙ্গে সঙ্গে গোটা স্টেডিয়াম জুড়ে চিৎকার: গোওওওললল। সেই উচ্ছ্বাসের ঢেউ বাগান ফুটবলারদের মধ্যেও ছড়িয়ে পড়ল। আপাতত কেরালা যে পারফরম্যান্স করছে, সেটা মাথায় রেখে বলা যায় যে বাগানের জয় কার্যত নিশ্চিত হয়ে গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২৮ মিনিটে প্রথম গোলটা করলেন জেমি ম্যাকলারেন। তবে এই গোলটার ক্ষেত্রে লিস্টন কোলাসোর নাম আলাদা করে বলতেই হবে। বাঁ-দিক ধরে বলটা নিয়ে উপরের দিকে উঠে এসেছিলেন লিস্টন। বক্সের ঠিক বাইরে কেরালার দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বলটা সামনের সেন্টার বক্সের দিকে এগিয়ে দেন তিনি। গোল পোস্ট থেকে মাত্র ৬ গজ দুরত্বে অপেক্ষা করছিলেন ম্যাকলারেন। তিনি কার্যত চিতাবাঘের মতো বলটা নিজের নিয়ন্ত্রণে নেন। ঠাণ্ডা মাথায় তিনি বলটা বিপক্ষের জালে জড়িয়ে দেন।
Silencing Kochi ????
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 15, 2025
Watch #ISL 2024-25 live on @JioHotstar & #StarSports3 ???? https://t.co/H85H4ABMHl#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/2TkuN3W0Dx
ম্যাচের ৪০ মিনিটে দ্বিতীয় গোলটাও করলেন সেই ম্যাকলারেনই। তবে এক্ষেত্রে তিনি নিজের একক দক্ষতার পরিচয় দিলেন। জেমিকে লক্ষ্য করে কামিন্স বলটা হাওয়ায় ভাসিয়ে দিয়েছিলেন। সেখান থেকে ম্যাকলারেন ভলিতে বলটা নিয়ন্ত্রণে আনেন শেষপর্যন্ত কেরালার গোলকিপার সচিনের মাথার উপর দিয়ে বলটা লব করে দিলেন। সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসের চিৎকার শোনা যায় মলিনার গলায়। ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান।