ওয়াসিম আক্রম
শেষ আপডেট: 26th February 2025 12:16
দ্য ওয়াল ব্যুরো: ক্রিকেট অনুরাগী মহলে একটা কথা খুব চালু আছে। কথাটা হচ্ছে: ওয়াসিম আক্রম (Wasim Akram) ইংরেজিতে কথা বলতে বলতে যদি পাঞ্জাবিতে সরে যান, তাহলে বুঝে নেবেন, বিষয়টা গুরুগম্ভীর; পরিস্থিতি জটিল হয়ে পড়েছে।
পাকিস্তানের ক্রিকেটের (Pakistan) সাম্প্রতিক পরিস্থিতি সার্বিকভাবে গম্ভীর-জটিল-ই বটে। ২৯ বছর বাদে আইসিসির (ICC) কোনও মেগা টুর্নামেন্ট (Champions Trophy) আয়োজনের বরাত পেয়েছে যে দেশ, যে চ্যাম্পিয়ন্স ট্রফির শেষবারের বিজয়ী টিম তারাই, সেই ইভেন্ট থেকে গ্রুপ স্টেজেই ছুটি নিয়েছেন বাবর আজমরা। সেটাও কি না চিরশত্রু ভারতের (India) কাছে ল্যাজেগোবরে হেরে।
এরপরই পাক ক্রিকেট টিমকে একহাত নিতে শুরু করেছেন অনেক প্রাক্তন ক্রিকেট তারকা। কারও লক্ষ্য পিসিবির সাংগঠনিক দুর্বলতা, কেউ বাবর আজমের মতো সুপারস্টারদের টার্গেট করেছেন। কখনও যুক্তি, কখনও রঙ্গরসিকতা—ক্রোধের পাঁচফোড়নে মিশে যাচ্ছে নানাবিধ মালমশলা।
ওয়াসিম যদিও স্রেফ তথ্য আর তত্ত্ব নয়, পাক ক্রিকেট টিমকে বিঁধতে অস্ত্র মেনেছেন ব্যঙ্গকেই। ভারতের কাছে ধরাশায়ী হওয়া ততক্ষণে শেষ। পাকিস্তানের একটি সম্প্রচারকারী চ্যানেলের পোস্ট-ম্যাচ শোয়ে অতিথি ও বিশ্লেষক হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসিম। যেখানে খেলোয়াড়দের গাছাড়া মনোভাবকে একহাত নিয়ে তিনি পাঞ্জাবি-ইংরেজি মিশিয়ে বলে বসেন, ‘প্রথম ও দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেকের সময়, ঠিক খেয়াল নেই কখন, দেখতে পাই ক্রিকেটারদের খাওয়ার জন্য এক প্লেট ভর্তি কলা পাঠানো হয়েছে। এত কলা তো বাঁদরও খায় না! আর এটাই কি না খেলোয়াড়দের খাবার! ইমরান খান যখন দলের অধিনায়ক ছিলেন, সেই সময় আমরা এসব খেলে এমন মার পড়ত যে বলার নয়!’
Wasim Akram-"Aaj match ke daoraan bowlers ke liye banana's ki 2 trays aayi. Mein kaha ennay kele te baandar nahi khaande" ????????
— ????????????????????????_???????????????????????? (@Stroke_Geniuss) February 24, 2025
Human evolution is from Monkey @wasimakramlive Pakistan Cricket Going In that Direction Only ????#ChampionsTrophy2025 #INDvsPAK
pic.twitter.com/PKcEzdkJaN
উল্লেখ্য, পাকিস্তানের ক্রিকেটে সুদিন ফেরাতে আমূল সংস্কারের ধুয়ো তুলেছেন ওয়াসিম। তাঁর বক্তব্য, জাতীয় দল ওয়ান ডে-তে মান্ধাতার আমলের ক্রিকেট খেলছে। আরও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। আর এর জন্য জরুরি কমপক্ষে ৫ থেকে ৬ জন নতুন খেলোয়াড়দের দলে নেওয়া। এর জন্য ছ’মাস ভুগতে হতে পারে। প্রচুর হারের মুখ দেখতে হবে। কিন্তু ছাব্বিশের টি-২০ বিশ্বকাপই যদি পাখির চোখ হয়, তাহলে এই রাস্তা ছাড়া গত্যন্তর নেই। সাফ জানিয়েছেন ওয়াসিম আক্রম।