শেষ আপডেট: 11th February 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: ঘরোয়া ক্রিকেটে অজিঙ্কা রাহানের ব্যাট থেকে রানের বন্যা দেখতে পাওয়া যাচ্ছে। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে রানের সুনামি আগেই দেখা গিয়েছিল। এবার রঞ্জি ট্রফিতেও রাহানের ব্যাটে গর্জন শুনতে পাওয়া যাচ্ছে। হরিয়ানার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি ঝকঝকে একটি শতরান উপহার দিলেন। এই সেঞ্চুরি করার জন্য রাহানে ১৬০ বল খেলেছেন। হাঁকিয়েছেন ১২ চার। রাহানের এই শতরানের দৌলতেই মুম্বইয়ের ভিত অনেকটা মজবুত হয়ে গিয়েছে।
হরিয়ানার বিরুদ্ধে আয়োজিত কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথম ইনিংসে রাহানে শুরুটা ভাল করলেও, বড় রান করতে পারেননি। ৩১ রান করেই আউট হয়ে যান তিনি। যদিও দ্বিতীয় ইনিংসে মুম্বই ক্রিকেট দলের অধিনায়ক আর ভুলের পুনরাবৃত্তি করেননি। চার নম্বরে ব্যাট করতে নেমে তিনি অসাধারণ একটি ইনিংস খেললেন। শেষপর্যন্ত ১৮০ বল খেলে তিনি ১০৮ রান করেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে ১৩ বাউন্ডারি বেরিয়ে এসেছে।
রাহানে যখন ব্যাট করতে নেমেছিল, মুম্বই তখন ৪৮ রানে ২ উইকেট হারিয়ে বেশ সমস্যায় পড়েছিল। অধিনায়ক দলের এই নড়বড় হাল শক্ত হাতে ধরেন। প্রথমে সিদ্ধেশ লাড়ের সঙ্গে হাফসেঞ্চুরির একটি পার্টনারশিপ গড়ে তোলেন। এরপর মাঠে নামেন সূর্যকুমার যাদব। দুজনে মিলে চতুর্থ উইকেটে ১২৯ রান তোলেন। সূর্য ঝড়ের গতিতে ব্যাট করে ৮৬ বলে ৭০ রান করেছেন। সেকারণে রাহানের উপর থেকেও চাপ অনেকটাই কমে গিয়েছিল। সূর্য প্যাভিলিয়ন ফিরে যাওয়ার পর মুম্বই অধিনায়ক শিবম দুবের সঙ্গে ৮৫ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। এবং দলের স্কোর ৩০০ পর্যন্ত নিয়ে যান।
ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের দৌলতে অজিঙ্কা রাহানে টিম ইন্ডিয়ার দরজাতেও কড়া নাড়তে শুরু করেছেন। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে তিনি সর্বাধিক রান করেছেন। ৯ ম্যাচে ১৬৪-র স্ট্রাইক রেটে তিনি মোট ৪৬৯ রান করেছিলেন। ইতিমধ্যে তাঁর ব্যাট থেকে পাঁচটি হাফসেঞ্চুরি বেরিয়ে এসেছিল। অন্যদিকে, রঞ্জি ট্রফিতে এখনও পর্যন্ত তিনি ৮ ম্যাচে ৩৯ স্ট্রাইক রেটে ৪৩৭ রান করেছেন। রাহানের এই আগুন ব্যাটিং কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টকেও বেশ স্বস্তিতে রেখেছে।