শেষ আপডেট: 24th January 2025 22:43
দ্য ওয়াল ব্যুরো : ২০২৪-২৫ রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে খেলতে নেমেছে মুম্বই ক্রিকেট দল। দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ কার্যত মুম্বইয়ের হাতে চলে এসেছে। দ্বিতীয় দিনের খেলায় যথেষ্ট চড়াই-উতরাই দেখতে পাওয়া গিয়েছিল। প্রথম ইনিংসে জম্মু-কাশ্মীর ২০৬ রানেই গুটিয়ে যায়। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে মুম্বই মাত্র ১০১ রানেই সাত উইকেট হারিয়ে ফেলেছিল।
আর ঠিক এই জায়গা থেকেই তনুশ কোটিয়ানের সঙ্গে জুটি বেঁধে শার্দূল ঠাকুর শুধুমাত্র দলকে কঠিন পরিস্থিতি থেকে বেরই করলেন না। দলের স্কোরও ২৭৪ রানে পৌঁছে দেন। তবে দ্বিতীয় ইনিংসে জম্মু-কাশ্মীর দলের পক্ষ থেকে বেশ কয়েকটা ভাল ফিল্ডিংয়ের 'নজরানা' দেখতে পাওয়া গেল। এরমধ্যে আলাদা করে নজর কাড়লেন পারস ডোগরা। অধিনায়ক ডোগরার বয়স ৪০ বছর হলেও, মুম্বই দলের ক্যাপ্টেন অজিঙ্কা রাহানের অসাধারণ একটি ক্যাচ তিনি তালুবন্দি করলেন। সেই ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করেছে।
WHAT A CATCH BY 40-YEAR-OLD PARAS DOGRA ????
— Johns. (@CricCrazyJohns) January 24, 2025
- ONE OF THE FINEST EVER...!!!! pic.twitter.com/twdFpx2mYy
এই ম্যাচে মুম্বইয়ের টপ অর্ডার ব্যাটাররা একেবারে জঘন্য পারফরম্য়ান্স করেছেন। সেই তালিকায় নাম রয়েছে দলের অধিনায়ক অজিঙ্কা রাহানেরও। দ্বিতীয় ইনিংসে তিনি ৩৬ বল খেলে মাত্র ১৬ রানই করতে পেরেছেন। তাঁর এই ব্যাটিং দেখে ইতিমধ্যে মুম্বই সমর্থকরা হতাশ হয়ে পড়েছেন। শেষপর্যন্ত উমর নাজিরের বলে আউট হয়ে তাঁকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়।
উমরের বলটা মিড অফে খেলতে গিয়েছিলেন রাহানে। কিন্তু, শটটা মাটি কামড়ে হয়নি। বলটা হাওয়াতেই ভেসে থাকে। ঠিক ওখানেই ফিল্ডিং করছিলেন জম্মু-কাশ্মীর দলের অধিনায়ক পারস ডোগরা। তিনি নিজের ডানদিকে শরীরটা কার্যত হাওয়ায় ভাসিয়ে দেন। চোখ ধাঁধানো একটি ডাইভ দিয়ে তিনি এক হাতে ক্যাচটা ধরে নেন। রাহানে আউট হয়ে ফিরে গেলেও, এই ক্যাচটা দেখে তিনি কার্যত হতবাক হয়ে যান। এই ম্য়াচে দ্বিতীয়বার উমরের শিকার হলেন রাহানে।