শেষ আপডেট: 14th March 2025 10:12
দ্য ওয়াল ব্যুরো: আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে ২০২৫ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু একে অপরের বিরুদ্ধে খেলতে নামবে। পাশাপাশি এই বছর আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। এই টুর্নামেন্টে রাহানে যথেষ্ট ভাল পারফরম্যান্স করেছে। নিজের দলের হয়ে বেশ কয়েকটি অসাধারণ ইনিংস উপহার দিয়েছেন তিনি।
কিন্তু, আসন্ন মরশুমে তাঁর উপর অধিনায়কত্বের চাপও থাকবে। ২০২৫ আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই রাহানে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দেন। ইতিমধ্যে তাঁকে কঠোর অনুশীলন করতে দেখা গিয়েছে।
এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, অজিঙ্কা রাহানে কিন্তু আগেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অধিনায়কত্ব করেছেন। আইপিএল টুর্নামেন্টে রাহানে এখনও পর্যন্ত ২৫ ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন। এরমধ্যে মাত্র ৯ ম্যাচে তিনি জয়লাভ করেন। বাকি ১৬ ম্যাচে তাঁর দল হেরে গিয়েছে। একজন অধিনায়ক হিসেবে তিনি ২৪ ইনিংসে ২৫-এর সামান্য বেশি ব্যাটিং গড় এবং ১২২.২২ স্ট্রাইক রেটে মোট ৫৮৩ রান করেছেন। এরমধ্যে জোড়া হাফসেঞ্চুরি রয়েছে। অধিনায়ক হিসেবে রাহানে সর্বাধিক ৭০ রান করেছেন।
কলকাতা নাইট রাইডার্স ইতিমধ্যে তিনবার আইপিএল খেতাব জয় করেছে। ২০১২, ২০১৪ এবং ২০২৪ সালে তারা ট্রফি জিতেছে। ২০২৪ আইপিএল টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়ার।
তবে আইপিএল মেগা নিলামের আগে শ্রেয়স আইয়ারকে রিলিজ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেকেআর ফ্র্যাঞ্চাইজি। সেই ফাঁকা সিংহাসনে এবার অজিঙ্কা রাহানেকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইপিএল টুর্নামেন্টে ক্যাপ্টেন হিসেবে রাহানের রেকর্ড একেবারে ভালো নয়। সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে এই অভিজ্ঞ ক্রিকেটার বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। দলের জয়ের পিছনে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। এই পরিস্থিতিতে আসন্ন আইপিএল মরশুমে রাহানে কেমন পারফরম্যান্স করেন, সেদিকেই সকলে তাকিয়ে রয়েছেন।