শেষ আপডেট: 20th March 2024 21:42
দ্য ওয়াল ব্যুরো: আইএসএলে শীর্ষ স্থান হারাল মোহনবাগান। বুধবার আচমকা ফেডারেশনের সৌজন্যে তিন পয়েন্ট পেয়ে গেল মুম্বই সিটি এফসি। যে কারণে মুম্বই ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে তালিকায় একনম্বর হয়ে গিয়েছে।
মোহনবাগান তালিকায় রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৩৯। ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি মুম্বই দলকে তিন পয়েন্ট দিতে চাপে পড়ে গেল মোহনবাগান। হাবাসের দল অবশ্য ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গিয়েছে। তাদের সামনে এবার গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ।
জামশেদপুর এফসি-র বিরুদ্ধে মুম্বই দলের খেলার ফল ১-১ হয়েছিল। কিন্তু আইএসএলের নিয়মে রয়েছে, প্রতি দলে সাতজন ভারতীয় ফুটবলার ও চারজন বিদেশিকে মাঠে রাখতে হবে। কিন্তু সেদিন জামশেদপুর প্রথম একাদশে সাত ফুটবলারকে রাখেনি। খেলার নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ছ’জন ফুটবলার ছিলেন মাঠে।
ফেডারেশনের সভায় ওই ম্যাচে জামশেদপুরের নিয়ম ভাঙাকে কেন্দ্র করে তিন পয়েন্ট দেওয়া হয় মুম্বই দলকে। সেইজন্যই পরের ম্যাচ খেলতে নামার আগে কিছুটা হলেও ব্যাকফুটে দিমিত্রি পেত্রাতোসরা। শুধু তাই নয়, ওই ম্যাচে বিদেশি নিয়ে হিসেব গুলিয়ে ফেলায় জামশেদপুরের বিরুদ্ধে মুম্বই ৩-০ ফলে জিতিয়ে দেওয়া হয়েছে।