
অমরজিৎ, জ্যাকিচাঁদ সিংকে নিল ইস্টবেঙ্গল, গোয়া থেকে ফিরছেন শুভ
দ্য ওয়াল ব্যুরো: হাতে সময় খুব কম, তাই ঝটিতি দলগঠন সারছে এসসি ইস্টবেঙ্গল। বিদেশী ফুটবলার নিয়ে সমস্যা নেই, কিন্তু স্থানীয় ফুটবলার তুলতে তারা উঠেপড়ে লেগেছে। কারণ কোচ যেই হোন না কেন, তিনি তাঁর পছন্দের বিদেশীদের নিয়ে আসবেন, এমনই কথা বলা রয়েছে।
চুক্তিজটের পরে বাজারে নেমেছে বলে লাল হলুদের দলগঠনে সমস্যা বেশি। তারা ইতিমধ্যেই সাত ফুটবলারকে দলে নিয়েছে। সোমবার চুক্তি করবেন অনুর্ধ্ব ১৭ ভারতীয় দলের অধিনায়ক অমরজিৎ সিংয়ের সঙ্গে। একবছরের লোনে তারা অমরজিৎকে নিচ্ছে।
গত মরশুমেও অমরজিতের দিকে হাত বাড়িয়েছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু, জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয় জামশেদপুর থেকে এফসি গোয়া তাঁকে তুলে নেয়। গতবারের মরশুমে অমরজিৎ আইএসএল-এ মোট ৯ ম্যাচ খেলেছিলেন। তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে সুনামের সঙ্গে খেলেছেন।
এমনকি দলে নেওয়া হচ্ছে জ্যাকিচাঁদ সিংকেও। তাঁকেও নেওয়া হচ্ছে সহকারি কোচ রেনেডি সিংয়ের কথার হিসেবেই। রেনেডির নামে অভিযোগ, তিনি উত্তর-পূর্বাঞ্চলের ছেলেদের নিয়ে বেশি নেন, তাঁর নামে প্রাদেশিকতার অভিযোগ রয়েছে। মুম্বই সিটি থেকে ইস্টবেঙ্গলে আসবেন জ্যাকি।
বাইচুংকে এবার দলগঠনে সহায়তা করতে বলেছিল ক্লাব, কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন তাঁর সময় নেই। বাইচুং বরং দলের নামী প্রাক্তন তারকা মনোরঞ্জন ভট্টাচার্য ও তরুণ দে-কে দায়িত্ব দেওয়ার কথা বলেছেন।
এদিকে এফ সি গোয়া থেকে কলকাতায় ফিরছেন বাঙালি স্ট্রাইকার শুভ ঘোষ, তিনি একসময় মোহনবাগানে খেলতেন। কিন্তু মাঝে হারিয়ে যান তাঁর আচরণের কারণে, চলে যান এফসি গোয়ায়। শুভকে নেওয়ার বিষয়ে কথা বলছেন লাল হলুদ কর্তারা। তাঁকেও সই করানো হতে পারে মঙ্গলবারের আগেই।